হার্দিকের সেই শটের মুহূর্ত। ছবি: টুইটার থেকে
টি২০ সিরিজের প্রথম ম্যাচ হয়তো ভুলতে চাইবে ভারত। তবে হার্দিক পাণ্ড্যরা বেশ কিছু এমন শট খেলেন শুক্রবার, যা অবাক করে দিয়েছে ক্রিকেটবিশ্বকে। আইসিসি তো ভেবেই পাচ্ছে না হার্দিকের একটি শটের কী নাম দেওয়া উচিত। টুইট করে ক্রিকেটভক্তদের কাছেই জানতে চেয়েছে শটের নাম।
বেন স্টোকসের বলে হার্দিক অদ্ভুত কায়দায় উইকেট পিছন দিকে বল মারেন। প্রায় মাটির কাছাকাছি শরীর বেকিয়ে দিয়েছিলেন তিনি। সেই অবস্থায় ব্যাটে বল লাগিয়ে চার মারেন হার্দিক। কী নাম হওয়া উচিত এমন শটের? আইসিসি-র করা প্রশ্নের উত্তরে কেউ বলছেন, ‘প্যারালাল গ্রাউন্ড শট’ অর্থাৎ মাটির সঙ্গে সমান্তরাল শট। কেউ বলছেন, ‘পাণ্ড্য স্কুপ’ আবার অনেকে বলছেন ‘শুয়ে পড়া শট’।
ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার এবং হার্দিকদের অবাক করা শটে হার যদিও বাঁচানো সম্ভব হয়নি। ১২৪ রান তোলে ভারত। ৮ উইকেটে হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। কোনও ভাবেই ভারতকে জয়ের আশা দেখাতে পারেননি হার্দিকরা।