শাস্তি হচ্ছে না মোতেরার। ছবি টুইটার
শাস্তি এড়াল আমদাবাদের পিচ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড দিন-রাতের টেস্ট শেষ হয়ে গিয়েছিল দেড়দিনেই। সেই পিচকে ‘গড়’ আখ্যা দিয়েছে আইসিসি। ফলে এ বারের মতো কোনও শাস্তি হচ্ছে না আমদাবাদের পিচের।
আইসিসি-র ওয়েবসাইটে তৃতীয় টেস্টের পিচকে ‘গড়’ আখ্যা দেওয়া হলেও চতুর্থ টেস্টের পিচ ‘ভাল’ বলা হয়েছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পিচ আরও একধাপ এগিয়ে ‘খুব ভাল’ আখ্যা পেয়েছে। তাৎপর্য্যপূর্ণ ভাবে, সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের পিচও ‘গড়’ আখ্যা পেয়েছে।
দিন-রাতের টেস্টে ভারতের দাপুটে জয়ের পরেই পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই নির্বাসনের পক্ষে সওয়াল করেছিলেন। মাইকেল ভনের মতো কেউ কেউ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ তালিকা থেকে ভারতের পয়েন্ট কাটার দাবি তুলেছিলেন। সে রাস্তাতে হাঁটেনি আইসিসি। উল্টে তাঁদের দাবিকে নস্যাৎ করা হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট হয়েছিল চেন্নাইয়ে। প্রথম টেস্টের পিচ ‘খুব ভাল’ আখ্যা পেলেও দ্বিতীয় টেস্টের পিচকে ‘গড়’ বলা হয়েছে। প্রসঙ্গত, কোনও ম্যাচের পর ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতেই পিচের মান ঠিক করে আইসিসি।