হারের পিছনে দায়ী রুটদের ব্যাটিংই, মত বয়কট, নাসেরের। ফাইল ছবি
ম্যাচ শেষ হতে না হতেই আমদাবাদে তৃতীয় টেস্টের পিচ নিয়ে তরজা শুরু হয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা পিচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক পাল্টা জানিয়েছেন, দোষ পিচের নয়, ব্যাটসম্যানদের।
টুইটারে জিওফ্রে বয়কটের কাছে পিচ নিয়ে তাঁর মতামত জানতে চেয়েছিলেন এক সমর্থক। বয়কটের সাফ জবাব, “কী ধরনের পিচ তৈরি করতে হবে সেটা নিয়ে কোথাও কোনও নিয়ম নেই। পিচে প্রথম ব্যাটিং করার সুবিধা আমরাই পেয়েছি। ওরা আমাদের থেকে ভাল খেলেছে। সহজ ব্যাপার।”
ইংরেজদের খোঁটা দিতে ছাড়েননি নাসের হুসেনও। বলেছেন, “দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছিল ভয়ার্ত খরগোশ। আমার মনে হয় না ৮১ রানে অল আউট হয়ে যাওয়ার মতো পিচ ছিল ওটা। তবে চেন্নাইয়ের থেকে অনেক কঠিন পিচ ছিল। এ ধরনের পিচে বল অনেকটা ঘোরে এবং পিছলে যায় বলে ছন্দ নষ্ট হয়ে যায়। কিন্তু ইংল্যান্ডের মানসিকতাতেও সমস্যা ছিল।”