India vs England 2021

পিচ নিয়ে সমালোচকদের পাল্টা দিলেন দুই ইংরেজ কিংবদন্তি

ম্যাচ শেষ হতে না হতেই আমদাবাদে তৃতীয় টেস্টের পিচ নিয়ে তরজা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪১
Share:

হারের পিছনে দায়ী রুটদের ব্যাটিংই, মত বয়কট, নাসেরের। ফাইল ছবি

ম্যাচ শেষ হতে না হতেই আমদাবাদে তৃতীয় টেস্টের পিচ নিয়ে তরজা শুরু হয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা পিচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক পাল্টা জানিয়েছেন, দোষ পিচের নয়, ব্যাটসম্যানদের।

Advertisement

টুইটারে জিওফ্রে বয়কটের কাছে পিচ নিয়ে তাঁর মতামত জানতে চেয়েছিলেন এক সমর্থক। বয়কটের সাফ জবাব, “কী ধরনের পিচ তৈরি করতে হবে সেটা নিয়ে কোথাও কোনও নিয়ম নেই। পিচে প্রথম ব্যাটিং করার সুবিধা আমরাই পেয়েছি। ওরা আমাদের থেকে ভাল খেলেছে। সহজ ব্যাপার।”

ইংরেজদের খোঁটা দিতে ছাড়েননি নাসের হুসেনও। বলেছেন, “দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছিল ভয়ার্ত খরগোশ। আমার মনে হয় না ৮১ রানে অল আউট হয়ে যাওয়ার মতো পিচ ছিল ওটা। তবে চেন্নাইয়ের থেকে অনেক কঠিন পিচ ছিল। এ ধরনের পিচে বল অনেকটা ঘোরে এবং পিছলে যায় বলে ছন্দ নষ্ট হয়ে যায়। কিন্তু ইংল্যান্ডের মানসিকতাতেও সমস্যা ছিল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement