স্মিথকে ফিরিয়ে উচ্ছ্বসিত অশ্বিন। ছবি টুইটার থেকে নেওয়া।
বিপক্ষে টিম ইন্ডিয়া দেখলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন স্টিভ স্মিথ। সদ্য ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন। টেস্ট সিরিজেও তাঁর উইকেটই সবচেয়ে দামি বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু, শুক্রবার ভারতকে চাপে ফেলতে পারেননি তিনি। বরং টেস্টে ভারতের বিরুদ্ধে সবচেয়ে কম রান করলেন তিনি।
মাত্র ১ রানে শুক্রবার রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে অজিঙ্ক রাহানেকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। তার আগে একবার রান আউটের জোরালো আবেদন উঠেছিল। তৃতীয় আম্পায়ার অবশ্য রিপ্লে দেখে তা বাতিল করেন। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।
২০১৩ সালের মার্চে মোহালিতে ৫ রানে ফিরেছিলেন তিনি। এতদিন সেটাই ছিল টেস্টে ভারতের বিরুদ্ধে তাঁর সর্বনিম্ন স্কোর। কিন্তু অশ্বিনের বলে ১ রানে ফেরার পর এটাই হয়ে উঠল সবচেয়ে কম রানের ইনিংস।
আরও পড়ুন: পূজারাকে ‘স্টিভ’ বলে ডেকে বিতর্কে ওয়ার্ন
আরও পড়ুন: এ বার তোপ শোয়েবের, তাঁকেও সঠিক ভাবে ব্যবহার করা হয়নি
এমনিতে ভারতের বিরুদ্ধে ১০ টেস্টে ৮৪.০৫ গড়ে ১৪২৯ রান করেছেন স্মিথ। যার মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি।