India vs Australia

পন্থ নয়, প্রথম এগারোয় ঋদ্ধি, আছেন পৃথ্বী, উমেশও, দল জানিয়ে দিল ভারত

অ্যাডিলেডে টেস্টে ভারতের প্রথম এগারো নিয়ে ক্রিকেটমহলে চলছিল চর্চা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৪:৪৯
Share:

ভারতের অ্যাডিলেড টেস্টের দল। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা করল ভারত। গোলাপি বলে দিন রাতের টেস্টে উইকেটরক্ষক হিসেবে খেলবেন ঋদ্ধিমান সাহা। ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করবেন পৃথ্বী শ।

Advertisement

অ্যাডিলেডে টেস্টে ভারতের প্রথম এগারো নিয়ে ক্রিকেটমহলে চলছিল চর্চা। বিশেষ করে ময়াঙ্কের সঙ্গী ওপেনার, উইকেটকিপার ও তৃতীয় পেসার কে হবেন, তা নিয়ে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের। ভারতীয় দল পরিচালন সমিতি টেস্টের একদিন আগেই সব জল্পনায় দাঁড়ি ফেলে দিয়ে জানিয়ে দিয়েছে দল।

ময়াঙ্কের সঙ্গী হিসেবে শুভমন গিল বা লোকেশ রাহুল নয়, ভরসা রাখা হয়েছে পৃথ্বীর উপর। উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ নয়, বেছে নেওয়া হয়েছে ঋদ্ধিমান সাহাকে। আর যশপ্রীত বুমরা, মহম্মদ শামির সঙ্গে তৃতীয় পেসার হিসেবে থাকছেন উমেশ। একমাত্র স্পিনার হিসেবে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

আরও পড়ুন: মাঠে তীব্র লড়াই হবে, তবে ব্যক্তিগত আক্রমণ নয়, বললেন কোহালি​

আরও পড়ুন: স্মিথ খেলবেন প্রথম টেস্ট, আশা অধিনায়ক পেনের​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement