Cricket

অশ্বিনকে চাপে রাখতে চেয়েছিলাম, এই সিরিজে আগে পারিনি: স্টিভ স্মিথ

সিডনিতে স্মিথের ইনিংস দেখেই বোঝা গিয়েছে, তিনি শুরু থেকে ভারতীয় বোলারদের সময় নিয়ে, দেখে-শুনে খেলতে চেয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

সিডনি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ২২:৪২
Share:

ফাইল চিত্র

প্রথম টেস্টের দুই ইনিংসে রান ১ এবং অপরাজিত ১। পরের টেস্টে রান ০, ৮। দু’বার আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের বলে। তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে তিনি ৩১ রানে অপরাজিত। স্টিভ স্মিথ দিনের শেষে বলেছেন, শুরু থেকে অশ্বিনকে চাপে ফেলাই লক্ষ্য ছিল তাঁর।

Advertisement

স্মিথ বলেন, ‘‘ভাল লাগছে। উইকেটে কিছুটা সময় কাটাতে পারা অবশ্যই ভাল বিষয়। লাবুশানের সঙ্গে একটা বড় জুটি করতে পেরেও ভাল লাগছে।’’ অশ্বিনকে খেলা নিয়ে স্মিথ বলেন, ‘‘আমি অশ্বিনকে একটু চাপে রাখতে চেয়েছিলাম, যেটা এই সিরিজে আগে করতে পারিনি।’’

সিডনিতে স্মিথের ইনিংস দেখেই বোঝা গিয়েছে, তিনি শুরু থেকে ভারতীয় বোলারদের সময় নিয়ে, দেখে-শুনে খেলতে চেয়েছেন। ইনিংসের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘‘গ্রিপটা একটু শক্ত করে ধরছিলাম। হয়ত সেই কারণেই ব্যাটিংয়ে সমস্যা হচ্ছিল। তাই আজ দেখে-শুনে খেলতে চেয়েছিলাম। শুরুতে দুটো বাউন্ডারি পেয়ে যাওয়ায় সুবিধে হয়েছিল। মার্নাস (লাবুশেন) ভাল ব্যাট করেছে। আশা করছি কাল আমাদের জুটিটা জমে যাবে।’’

Advertisement

আরও খবর: সৌরভ বাড়ি ফিরতেই বোর্ড চাপ বাড়াল অস্ট্রেলিয়ার উপর

আরও খবর: লক্ষ্মী রাজনীতি ছাড়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন বাংলার কোচ অরুণলাল

—ছবি পিটিআই

অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে স্মিথ এবং লাবুশানে ৬০ রান যোগ করেছেন। লাবুশানে ৬৭ রান করে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে ২ উইকেটে ১৬৬ রান তুলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement