অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ২ টেস্টে কি ব্যাট হাতে দেখা যাবে রোহিতকে? ছবি টুইটার থেকে নেওয়া।
জাতীয় ক্রিকেট অ্যাকাদেমিতে পরীক্ষা দিয়ে ফিটনেস টেস্টে পাস করে রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। শুক্রবার এরকম জানা গেলেও রোহিতের পরীক্ষা এখানেই শেষ হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, অস্ট্রেলিয়ায় আর এক দফা পরীক্ষা হবে তাঁর।
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল টিম রোহিতের ফিজিক্যাল ফিটনেস দেখে খুশি। ব্যাটিং, ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেটস সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা হয়েছে রোহিতের। এগুলোতে কোনও সমস্যা নেই। কিন্তু এনডিওরেন্স (টানা পরিশ্রম করা) নিয়ে রোহিতকে এখনও উন্নতি করতে হবে।’’
বোর্ডই রোহিতকে জানিয়ে দিয়েছে, কী কী করতে হবে। ওই বিবৃতিতে বলা আছে, ‘‘অস্ট্রেলিয়ায় পৌঁছে রোহিতকে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সময়ে কী কী করতে হবে, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে রোহিতকে। কোয়ারেন্টিন পর্ব শেষ হলে ভারতীয় দলের ডাক্তাররা ওকে আবার পরীক্ষা করবেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, রোহিতকে টেস্ট সিরিজে খেলানো হবে কিনা।’’
আরও পড়ুন: খেলোয়াড়রা করোনার টিকা নিলে ডোপিংয়ের দায়ে অভিযুক্ত হবেন? প্রশ্ন ওয়াডার
আরও পড়ুন: প্রথম অর্ধশতরান করে উচ্ছ্বসিত বুমরা
আইপিএলে খেলার সময় রোহিত হ্যামস্ট্রিংয়ে চোট পান। আইপিএলের ফাইনালে খেললেও দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি। চোট সারানোর জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাদেমিতে চলে যান। শুক্রবার তাঁর ফিটনেস পরীক্ষা হয়। তাতে উত্তীর্ণ হওয়ার পর অস্ট্রেলিয়ায় যাওয়ার ছাড়পত্র পান। তবে প্রথম দুটো টেস্ট খেলার কোনও সম্ভাবনাই নেই। এখন বোর্ডের বিবৃতির পর বোঝা যাচ্ছে, শেষ দুটি টেস্টেও এখনও তিনি নিশ্চিত নন।