দলে এসেই সহ-অধিনায়কের দায়িত্বে রোহিত। —ফাইল চিত্র
বক্সিং ডে টেস্টে জয় সিরিজে সমতা ফিরিয়ে দিয়েছে। বছরের প্রথম টেস্টে লক্ষ্য এগিয়ে যাওয়ার। অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারতীয় দল এখন সেই দিকেই তাকিয়ে। রাহানের ডেপুটি হিসেবে থাকবেন রোহিত শর্মা।
সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্ব থাকে রোহিতের কাঁধে। টেস্ট ক্রিকেটে বিরাট কোহালি নেতৃত্ব দিলে রাহানে থাকেন তাঁর ডেপুটি হিসেবে। পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাট এখন দেশে। রাহানেই ৩টি টেস্টে নেতৃত্ব দেবেন দলকে। বক্সিং ডে টেস্টে সহ-অধিনায়ক ছিলেন চেতেশ্বর পূজারা। তৃতীয় টেস্ট থেকে রোহিত দলে ফিরে আসায় তাঁকেই সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হল বলে জানিয়েছে বিসিসিআই।
আইপিএল খেলার সময় চোট পান রোহিত। সেই চোটের জন্য অস্ট্রেলিয়া সফরের শুরু থেকে থাকতে পারেননি তিনি। শেষ দুটো টেস্ট খেলার জন্য তাঁকে দলে নেওয়া হয়েছে। এখন দেখার ওপেনার ময়াঙ্ক আগরওয়ালকে বসিয়ে ওপেন করানো হয় রোহিতকে, নাকি মিডল অর্ডারে হনুমা বিহারীর জায়গায় আনা হয় তাঁকে।
আরও পড়ুন: রাজনাথকে চিঠি বাবুলের, কলকাতা ময়দান বন্ধ না রাখার আর্জি