অনুশীলনে রোহিত। ছবি: সোশ্যাল মিডিয়া
বুধবার ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। শুক্রবার বছরের প্রথম দিনেই নেটে ব্যাট হাতে নেমে পড়লেন ভারতীয় দলের অভিজ্ঞ ওপেনার।
বিসিসিআইয়ের টুইট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে নেটে থ্রোডাউন নিচ্ছেন রোহিত। তবে আগ্রাসী নন, বেশ রক্ষণাত্মক ভাবেই দেখা গেল তাঁকে। টেস্টের আগে যেন নিজের রক্ষণ শক্তিশালী করতে চাইছেন রোহিত। চোটের জন্য বেশ কিছু দিন তিনি ছিলেন দলের বাইরে। ফিরেই টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব তাঁর কাঁধে।
ওপেনার রোহিত দলে ফেরায় আরও শক্তিশালী হবে ভারতীয় দল। এখন দেখার কার জায়গায় তাঁকে দলে নিয়ে আসা হয়। অধিনায়ক অজিঙ্ক রাহানের কাছে সুযোগ তৃতীয় টেস্টে সিরিজে এগিয়ে যাওয়ার। সেই কাজে রোহিত যে তাঁর বড় অস্ত্র তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: উমেশের বদলে নটরাজন, শেষ ২ টেস্টের দল ঘোষণা ভারতের
আরও পড়ুন: দলে এসেই পূজারাকে সরিয়ে সহ-অধিনায়ক রোহিত শর্মা