India vs Australia

কুস্তি লড়ছেন রাহানেরা, ফিটনেস পরীক্ষা জাডেজার

৪৯টি টেস্টে ২১৩টি উইকেট নেওয়া জাডেজাকেও টেস্টের দু’দিন আগে দেখে নিতে চাইছে ভারতীয় দল। 

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ২২:০৮
Share:

রাহানের সঙ্গে ব্যস্ত শাস্ত্রী। ছবি: সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটাররা একে অপরকে জড়িয়ে ধরে পরাস্ত করার চেষ্টা করছেন। যেন কুস্তি লড়ছেন ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টের আগে এমনই অভিনব কায়দায় অনুশীলন করতে দেখা গেল ভারতীয় দলকে।

Advertisement

রবীন্দ্র জাডেজাকে বৃহস্পতিবার সবার আগে অনুশীলনে দেখা গেল। তাঁর ফিটনেস পরীক্ষা করা হয়। ব্যাট হাতে উইকেটের মাঝে দৌড় করিয়ে দেখা হয় তাঁর চোট কেমন রয়েছে। ৪৯টি টেস্টে ২১৩টি উইকেট নেওয়া জাডেজাকেও টেস্টের দু’দিন আগে দেখে নিতে চাইছে ভারতীয় দল।

নেটে অনেকক্ষণ ধরে ব্যাট করতে দেখা গেল লোকেশ রাহুল এবং ঋষভ পন্থকে। অনুশীলনে কঠোর নজর রাখতে দেখা গেল কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ ভরত অরুণকে। তাঁদের ৩জনকে দেখা গেল ক্রিকেটারদের সম্পর্কে নিজেদের মধ্যে নোট রাখতে।

Advertisement

আরও পড়ুন: সিডনিতেই তৃতীয় টেস্ট, তৈরি রাখা হচ্ছে মেলবোর্নকেও

বিরাট কোহালির পরিবর্তে সিরিজের বাকি ম্যাচের নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্ক রাহানের সঙ্গেও অনেকক্ষণ কথা বলতে দেখা গেল শাস্ত্রীকে। ভারতীয় কোচ আলাদা ভাবে কথা বলেন রাহুল এবং অফ ফর্মে থাকা ওপেনার পৃথ্বী শ-য়ের সঙ্গেও।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন: কোহালি, শামির না থাকা অবশ্যই আমাদের সুবিধে করে দেবে: ল্যাঙ্গার​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement