India vs Australia

শুভমনের জন্মই হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য, মত ম্যাকগ্রার

পঞ্জাব তনয় অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি প্রায় করেই ফেলেছিলেন। তবে সেই আশা পূরণ করতে দেননি তাঁর কলকাতা নাইট রাইডার্স দলের সতীর্থ প্যাট কামিন্স।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১০:৪৩
Share:

নজর কাড়লেন গিল। ছবি: পিটিআই

বক্সিং ডে টেস্টে দ্বিতীয় দিনের শুরুতে শুভমন গিলের অকুতোভয় ইনিংস নজর কেড়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ৬৫ বলে ৪৫ রান করেন গিল। পঞ্জাব তনয় অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি প্রায় করেই ফেলেছিলেন। তবে সেই আশা পূরণ করতে দেননি তাঁর কলকাতা নাইট রাইডার্স দলের সতীর্থ প্যাট কামিন্স।

Advertisement

হাফ সেঞ্চুরি থেকে ৫ রান দূরে ফিরলেও গিলের ইনিংস প্রশংসা কুরিয়েছে প্রাক্তন পেসারের। ম্যাকগ্রা বলেন, “গিলকে যখন একদিনের ক্রিকেটে প্রথম দেখি মনে হয়েছিল ওর টেকনিক ভাল। মনে হয়েছিল শুভমনের জন্মই হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য।” একসময় বল হাতে বহু ব্যাটসম্যানের বুকে ভয় ধরিয়ে দেওয়া ম্যাকগ্রা আরও বলেন, “কামিন্স, স্টার্কদের বিরুদ্ধে টেস্টে শুরু করা বেশ কঠিন। লাবুশানে একটা ক্যাচ ফেলে তা ছাড়া গিল একদম নিখুঁত ছিল।”

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই যদিও কামিন্স গিল এবং চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে দিয়ে ম্যাচে ফিরিয়ে আনে অস্ট্রেলিয়াকে। অজিঙ্ক রাহানেদের দাপটে যদিও চা বিরতিতে যাওয়ার আগে লড়াইয়ে ফিরে এসেছে ভারত। হাফ সেঞ্চুরি করে দলকে টানছেন অধিনায়ক রাহানে।

Advertisement

আরও পড়ুন: দুরন্ত সিরাজ হাসি ফোটালেন মায়ের মুখে

আরও পড়ুন: অধিনায়ক রাহানের প্রশংসায় পন্টিং থেকে সহবাগ​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement