Aaron Finch

রেট্রো লুকে ফিরছে টিম ইন্ডিয়া, ৮ মাস পর মাঠে নামছে বিরাট কোহালির ভারত

গত মার্চে শেষ বার বাইশ গজে দেখা গিয়েছিল ভারতীয় দলকে।

Advertisement

সংবাদ সংস্থা

সিডনি শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১৬:৩৯
Share:

কোহালি না ফিঞ্চ, কোন অধিনায়ক জিতবেন ওয়ানডে সিরিজ? —ফাইল চিত্র।

কোভিড অতিমারিতে বদলে গিয়েছ পৃথিবী। পাল্টেছে ক্রিকেটবিশ্বও। আর সেই পরিবর্তিত জগতেই অতীতে ডুব দিয়েছে টিম ইন্ডিয়া। ১৯৯২ বিশ্বকাপের নেভি ব্লু রঙের পুরনো জার্সিকে ফিরিয়ে এনে নতুন ভাবে অস্ট্রেলিয়ায় সফর শুরু করছে বিরাট কোহালির ভারত।

Advertisement

গত মার্চে শেষ বার বাইশ গজে দেখা গিয়েছিল ভারতীয় দলকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ব্যর্থতার পর করোনার কারণে এত দিন নীল জার্সিধারীরা ছিলেন মাঠের বাইরে।

শুক্রবার সিডনিতে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম এক দিনের ম্যাচে নামছেন কোহালিরা। প্রস্তুতি শেষ, শুরু হতে চলেছে দু’মাসের লম্বা সফর।

Advertisement

আরও পড়ুন: ১০৮ দিন পর স্ত্রী-কন্যার সঙ্গে মিলন, পারিবারিক ছবি সম্পূর্ণ হল ডেভিড ওয়ার্নারের

আর প্রথমেই থাকছে টিম কম্বিনেশন নিয়ে একগাদা প্রশ্ন। ভারতীয় দলে রোহিত শর্মা নেই। তাঁর চোট সারেনি। হিটম্যান না থাকায় ওপেনিং নিয়ে উঠছে প্রশ্ন। শিখর ধওয়নের সঙ্গে কে নামবেন? ময়াঙ্ক আগরওয়াল? ফিঞ্চের মতে, রোহিতের অনুপস্থিতিতে ময়াঙ্কের মতো ব্যাটসম্যান জ্বলে উঠতেই পারেন।

দলে আছেন সঞ্জু স্যামসন, শুভমন গিলের মতো দুই আকর্ষণীয় প্রতিভাও। রোহিতের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লোকেশ রাহুল। উইকেটকিপিংয়ের দায়িত্বেও রয়েছেন তিনি। রাহুল কি নামবেন নিউজিল্যান্ডে সফরের মতোই পাঁচ নম্বরে? হার্দিক পাণ্ড্য খেলবেন তো? আগ্রহ ক্রমশ বাড়ছে ক্রিকেটমহলে।

রোহিতের অনুপস্থিতিতে অধিনায়ক কোহালির ঘাড়ে বাড়তি দায়িত্ব। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পাদের সামলে দলকে জয়ের স্টেশনে পৌঁছে দিতে হবে তাঁকে। ফিঞ্চ বলেই দিয়েছেন, এক দিনের ক্রিকেটে সর্বকালের সেরা ক্রিকেটার বিরাটই।

আরও পড়ুন: রোহিতহীন এক দিনের ম্যাচে শিখরের সঙ্গী কে? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়া দলে আবার রীতিমতো শক্তিশালী। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিভ, মার্নাস লাবুশানেরা আছেন ব্যাটিং বিভাগে। আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিসরাও। যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ। মাঝের ওভারে যুজবেন্দ্র চাহালের উপর দায়িত্ব থাকবে উইকেট নেওয়ার। আবার পেস বিভাগে ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ পেতে পারেন নবদীপ সাইনি, শার্দূল ঠাকুরও।

সব মিলিয়ে উত্তেজনায় ঠাসা সিরিজের দিকেই তাকিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement