পাকিস্তান ক্রিকেট দল।
বড়দের বিশ্বকাপে পাকিস্তান কখনও হারাতে পারেনি ভারতকে। কিন্তু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারানোর নজির আছে তাদের। এ বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফের মুখোমুখি হচ্ছে দুই দল। দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রুমে ৪ ফেব্রুয়ারি, সেমিফাইনালের লড়াইয়ে।
কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের অন্যতম নায়ক, পাক ওপেনার মহম্মদ হুরাইরা বলেছেন, ‘‘ভারত-পাকিস্তানের দ্বৈরথ সব সময়ই একটা আলাদা আকর্ষণ। জানি, এই ম্যাচটা নিয়ে আমাদের উপরে চাপ থাকবে। কিন্তু সেই চাপ সামলানোর জন্য আমরা তৈরি।’’
পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে আবার ‘মাঁকড়ীয় আউট’ নিয়ে বিতর্ক হয়। হুরাইরাই নন স্ট্রাইকার এন্ডের ক্রিজ থেকে বেরিয়ে যাওয়ায় বোলার তাঁকে বল করার সময় রান আউট করে দেন। যা নিয়ে ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের টুইট করেছেন, ‘‘আইসিসি-র কাছে অনুরোধ জানাব, এই নিয়মটা কি তুলে নেওয়া যায় না?’’ আর অশ্বিনের পাল্টা টুইট, ‘‘যত দিন নিয়ম না বদলাচ্ছে, তত দিন চলুক।’’