জয়ের স্বপ্ন ম্লান, হার্মার-তাহিরদের স্পিনে ২০০-তেই শেষ ভারত

দেখে শুনে মনে হচ্ছে জেতার রাস্তাটা আপাতত গুলিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। শুক্রবারের এক গাদা আশা জাগানো ম্যাচ রিপোর্ট আপাতত মুখ লুকোনোর পথ খুঁজছে।

Advertisement
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ১২:৫২
Share:

দেখে শুনে মনে হচ্ছে জেতার রাস্তাটা আপাতত গুলিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। শুক্রবারের এক গাদা আশা জাগানো ম্যাচ রিপোর্ট আপাতত মুখ লুকোনোর পথ খুঁজছে। স্কোর বোর্ড বলছে ২০০ রানে বান্ডিল হল ভারত। জিততে গেলে আমলাদের দরকার মোটে ২১৮ রান। হাতে গোটা আড়াই দিন।

Advertisement

কাল বাঘা বাঘা প্রোটিয়াস ব্যাটসম্যানদের নাকানি চোবানি আর আজ ভারতীয় ব্যাটসম্যানদের শুধু আসা যাওয়ার পালার পর আপাতত কাঠগড়ায় মোহালির ২২ গজ। তবে মাত্র ৩ রানের ব্যবধানে আজিঙ্ক রাহানে, বিরাট কোহলি আর চেতেশ্বর পূজারার ফিরে যাওয়ার কোনও দায়ই বোধহয় পৃথিবীর কোনও পিচের ঘাড়ে বর্তায় না।

আজ সকালে ৬০ রানের মধ্যে ঝপাঝপ ৬টা উইকেট পড়েছে। ইমরান তাহির আর সিমন হার্মারের মতো ‘তথাকথিত’ অনামি বোলারের পকেটে তিনটে করে উইকেট।

Advertisement

পিচের জুজু কিন্তু কাটছে। পিচের ঘূর্ণি অস্তামিত। দ্বিতীয় ইনিংসে অশ্বিন যে একই রকম বিধ্বংসী হবেন তার কোনও গ্যারান্টি নেই। অতএব দক্ষিণ আফ্রিকা যে তাসের ঘরের মত ভেঙে পড়বে সে সব আশা বিশেষ না করাই ভাল। আর হ্যাঁ, বিপক্ষের ব্যাটসম্যানদের নাম এবি ডেভিলিয়ার্স, হাসিম আমলা। এই ম্যাচ অমিমাংসীত থাকের সম্ভাবনা প্রায় নেই। হিসেব নিকেশ উল্টে একবার কি জেতার জন্য ঝাঁপাবে না কোহলিরা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement