ইডেনের দিনরাতের মহাযজ্ঞ নিয়ে আয়োজন শুরু

হেলিকপ্টার শো দিয়ে সূচনা হয়তো টেস্টের

‘‘উইকেটের চরিত্র আশা করছি বদলাবে না। যে রকম স্পোর্টিং উইকেট ছিল, সেটাই থাকবে। গোলাপি বল কী রকম আচরণ করে সেটাই দেখার।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ০৩:৫০
Share:

n উন্মাদনা: বেঙ্গালুরু বিমানবন্দরে সৌরভকে ঘিরে ভক্তদের উল্লাস। বোর্ড প্রেসিডেন্টের টুইট, ‘‘এঁদের অকুণ্ঠ ভালবাসায় নিজেকে ধন্য মনে করি।’’

ইডেনে দিনরাতের টেস্ট ম্যাচকে ঘিরে বাড়ছে উত্তেজনা। কী ভাবে ম্যাচটি আরও আকর্ষণীয় করে তোলা যায়, তা নিয়ে প্রত্যেক দিনই দফায় দফায় বসছে বৈঠক। বুধবার পদাধিকারীদের বৈঠক শেষে জানানো হল, ম্যাচ শুরু হওয়ার আগে দেখা যেতে পারে ‘হেলিকপ্টার শো’। অর্থাৎ হেলিকপ্টার থেকে আবির ছড়িয়ে সূচনা হতে পারে টেস্ট ম্যাচের। এ ছাড়াও সিরিজের ট্রফি নামানো হতে পারে হেলিকপ্টার থেকে।

Advertisement

যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিএবি যুগ্মসচিব দেবব্রত দাস বলছিলেন, ‘‘হেলিকপ্টার থেকে আবির ছড়িয়ে টেস্ট ম্যাচের সূচনা করার পরিকল্পনা রয়েছে। আশা করা যায়, এই পরিকল্পনা সফল ভাবেই কার্যকরী হবে।’’

ম্যাচ শুরু হবে দুপুর একটা থেকে। শেষ হয়ে যাবে রাত আটটার মধ্যে। সাধারণত নভেম্বরে শিশির ও কুয়াশাই সব চেয়ে বেশি সমস্যা তৈরি করে। তাই ম্যাচের সময়ও কিছুটা এগিয়ে আনা হয়েছে। সেই সঙ্গেই শিশিরের পরিমাণ কমাতে ‘ডিউ স্প্রে’-র সাহায্যও নেওয়া হবে। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় সিএবি থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, ‘‘ভাল হত যদি দু’টো ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়ে গোটা বিষয়টা দেখে নেওয়া যেত। কিন্তু তার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে কি না জানি না।’’

Advertisement

ইডেন উইকেটের চরিত্র যদিও একই থাকতে পারে বলেই জানিয়ে গেলেন কিউরেটর। তাঁর কথায়, ‘‘উইকেটের চরিত্র আশা করছি বদলাবে না। যে রকম স্পোর্টিং উইকেট ছিল, সেটাই থাকবে। গোলাপি বল কী রকম আচরণ করে সেটাই দেখার।’’

টেস্ট ম্যাচের টিকিটও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে সিএবি-র। সচিব অভিষেক ডালমিয়া বলছিলেন, ‘‘যে-হেতু ম্যাচটি ঐতিহাসিক, তাই টিকিটও এমন সুন্দর ভাবে তৈরি করতে চাই যা স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের কাছে।’’ কী রকম হবে টিকিটের নকশা? অভিষেকের উত্তর, ‘‘টিকিটে ইডেনের একটি ছবি থাকবে। সেই সঙ্গেই গোলাপি আভা রাখা হবে। কিন্তু নকশা নিয়ে এখনও পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’

ক্রিকেট অস্ট্রেলিয়া প্রত্যেক বছর জেন ম্যাকগ্রা (প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার প্রয়াত স্ত্রী) ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ‘পিঙ্ক টেস্ট’ আয়োজন করে। ক্রিকেটারেরা গোলাপি টুপি মাথায় মাঠে নামেন। যে টেস্টের উদ্দেশ্য, স্তন ক্যানসারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা। ইডেন টেস্টেও সে রকম কোনও উদ্দেশ্য থাকছে? অভিষেকের উত্তর, ‘‘বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও বিষয়টি পরিষ্কার নয়। বৃহস্পতিবার বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement