Viswanathan Anand

বিতর্কিত ফাইনাল, যুগ্ম বিজয়ী আনন্দরা

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ০৪:২২
Share:

বিশ্বনাথন আনন্দ।

নাটকীয় এবং বিতর্কিত ফাইনালের পরে অনলাইন দাবা অলিম্পিয়াডে ভারত এবং রাশিয়াকে যুগ্মচ্যাম্পিয়ন ঘোষণা করল ফিডে। দুই দেশই পেল সোনা। আন্তর্জাতিক দাবা সংস্থা এক বিবৃতিতে সেই কথা জানিয়ে দিয়েছে।

Advertisement

রবিবার রাশিয়ার বিরুদ্ধে ফাইনাল ছিল চরম নাটকীয়তায় ভরা। প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হয় ৩- ফলে। জয়ের সামনে দাঁড়িয়েও ক্ষণিকের ভুলে বিদিত গুজরাতি ম্যাচ ড্র করেন রুশ প্রতিপক্ষ ইয়ান নেপোমনিয়াচিতির বিরুদ্ধে। ফাইনাল রাউন্ডের ম্যাচেও প্রচুর ভুল করে হেরে যান কোনেরু হাম্পি। ম্যাচ ড্র করেন বিশ্বনাথন আনন্দ, হরিকা এবং বিদিত। ফলে ভারতের ভরসা হয়ে দাঁড়ান নিহাল এবং দিব্য। সেই ম্যাচ চলার সময় ভারতের দুই দাবাড়ুর ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় এই দুই দাবাড়ুই ম্যাচ জয়ের পথে অনেকটাই এগিয়ে ছিলেন। কিন্তু ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের চাল দিতে পারেননি। তাই তাদের পরাজিত ঘোষণা করে দেয় ফিডে।

কিন্তু সেই সিদ্ধান্তে খুশি হতে পারেননি ভারতীয় দাবাড়ুরা। তাঁদের তরফেও ফিডের কাছে তা নিয়ে অভিযোগ জানানো হয়। এক ঘণ্টা পরে ফিডে প্রেসিডেন্ট আর্কাদি ভর্কোভিচ জানিয়ে দেন, ভারত এবং রাশিয়া যুগ্মজয়ী হয়েছে। দুই দলকেই দেওয়া হবে স্বর্ণপদক।

Advertisement

আরও পড়ুন: উদ্বেগের চেন্নাইয়ে রায়নার পরিবর্ত নিয়ে ভাবনা শুরু

প্রসঙ্গত করোনা সংক্রমণের কারণে এই প্রথমবার ফিডে অনলাইনে দাবা অলিম্পিয়াডের আয়োজন করেছিল। এবং কোয়ার্টার ফাইনালে ভারত বনাম আর্মেনিয়া ম্যাচের সময়েও হঠাৎ করে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। যা নিয়ে আর্মেনিয়া দলের তরফে প্রতিবাদ জানানো হয়। তাদের দাবি ছিল, ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা হেরে গিয়েছে। যদিও তাদের সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছিল ফিডে। পরে সেমিফাইনালে পোলান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন দিব্য দেশমুখরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement