ফেডারেশনের শর্ত সম্ভবত মেনে নিচ্ছেন সুনীল-সুব্রতদের ব্রিটিশ কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। যে কারণে আরও এক বছর জাতীয় দলের দায়িত্বে থেকে যাচ্ছেন স্টিভন। এই সপ্তাহের শেষেই হয়তো চুক্তিতে সই করে ফেলবেন কনস্ট্যান্টাইন।
ফেডারেশন সচিব কুশল দাস মঙ্গলবার স্টিভনের সঙ্গে কথা বলেছেন। চুক্তির শর্তের কথাও তাঁকে জানিয়েছেন ফেডারেশন সচিব। পাশাপাশি ব্রিটিশ কোচের বক্তব্যও শোনেন তিনি। পরে কুশল জানান, ‘‘আমরা কোচের সঙ্গে সমস্ত শর্ত নিয়ে কথা বলেছি। এবং ওঁর উত্তরের অপেক্ষায় রয়েছি। এটা এক বছরের চুক্তি। তবে এই চুক্তি কিন্তু পারফরম্যান্সের উপর ভিত্তি করেই বাড়ানো হবে। ছয় মাস পর টিমের পারফরম্যান্সের পর্যালোচনা করব আমরা।’’ এর পাশাপাশি কুশলবাবু বলেছেন, দুবাইতে অনুষ্ঠিত ২০১৯ এশিয়ান কাপের যোগ্যতা পর্বের ম্যাচের দিকেই মূলত নজর থাকবে ফেডারেশনের। ভারত ইতিমধ্যেই যোগ্যতা পর্বের গ্রুপ লিগের ম্যাচে খেলার ছাড়পত্র পেয়েছে। গ্রুপ লিগ হওয়ার কথা পরের বছর মার্চে। ‘‘এশিয়ান কাপে যোগ্যতা নির্ণায়ক পর্বকেই প্রাথমিক লক্ষ্য হিসেবে বেঁধে করে দেওয়া হচ্ছে। স্টিভনও সেটা বুঝতে পেরেছে,’’ বলে দেন কুশল।
কনস্ট্যান্টাইনের সহকারী হিসেবে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং জাতীয় দলের ম্যানেজার ভেক্টশের কথাই ভাবছে ফেডারেশন। আসলে গত বারের সহকারী লি জনসনের চুক্তিও ফেব্রুযারিতে শেষ হয়ে যাচ্ছে। নতুন করে চুক্তি করতে রাজি নন জনসন।