Hockey Indian League

হকি নিলামে সবচেয়ে বেশি দর ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীতের, কত টাকায় বিক্রি হলেন তিনি?

রবিবার ছিল হকি ইন্ডিয়া লিগের নিলামের প্রথম দিন। ভারতীয় দলের খেলোয়াড়ের নিয়ে দলগুলির উৎসাহ ছিল বেশি। বিদেশিদের মধ্যে লড়াই হয়েছে জার্মানির ড্র্যাগ ফ্লিকার পিলেটকে নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৬:০২
Share:

হরমনপ্রীত সিংহ। —ফাইল চিত্র।

হকি ইন্ডিয়া লিগের নিলামে সবচেয়ে বেশি দাম পেলেন হরমনপ্রীত সিংহ। ভারতীয় দলের অধিনায়ককে ৭৮ লাখ টাকায় কিনেছে সুরমা হকি ক্লাব। তাঁর পর সর্বোচ্চ দাম পেলেন ভারতীয় দলের আর এক নির্ভরযোগ্য খেলোয়াড় অভিষেক। তাঁকে ৭২ লাখ টাকায় দলে নিয়েছে শ্রাচি রাঢ় বেঙ্গল টাইগার্স। আইপিএল তো বটেই কবাডি লিগের তুলনায়ও যথেষ্ট কম টাকা পেয়েছেন হকি খেলোয়াড়েরা।

Advertisement

হকি লিগের নিলামের প্রথম দিন বিক্রি হয়েছেন ৫৪ জন খেলোয়াড়। সব মিলিয়ে ১৬ কোটি ৮৮ লাখ টাকা খরচ করেছে দলগুলি। নিলামে সব চেয়ে দাম উঠেছে হরমনপ্রীতের। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন জার্মানির গঞ্জালো পিলেট। বিশ্বকাপজয়ী ড্র্যাগ ফ্লিকারকে ৬৮ লাখ টাকায় কিনেছে হায়দরাবাদ তুফানস। উল্লেখ্য, পিলেট এক সময় আর্জেন্টিনার হয়ে খেলতেন।

নিলামের প্রথম দিন ভারতীয় খেলোয়াড়দের নিয়েই আগ্রহ ছিল বেশি। পর পর দু’টি অলিম্পিক্সে পদকজয়ীদের দলে পেতে তীব্র লড়াই হয়েছে দল কর্তৃপক্ষদের মধ্যে। দামের দিক থেকে তৃতীয় স্থানেও রয়েছেন এক ভারতীয়। জাতীয় দলের অন্যতম ভরসা হার্দিক সিংহকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে ইউপি রুদ্রস।

Advertisement

শক্তিশালী দল তৈরি করেছে রাঢ় বেঙ্গল টাইগার্স। জাতীয় দলের দুই সদস্য সুখজিৎ সিংহকে ৪২ লাখ টাকায় এবং যুগরাজ সিংহকে ৪৮ লাখ টাকায় দলে নিয়েছে তারা। বিদেশিদের মধ্যে নেদারল্যান্ডসের পিরমিন ব্ল্যাককে ২৫ লাখ টাকায় কিনেছে।

জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে ভাল দাম পেয়েছেন অমিত রুইদাস (৪৮ লাখ), মনপ্রীত সিংহ (৪২ লাখ), মনদীপ সিংহ (২৫ লাখ), সঞ্জয় (৩৮ লাখ), ললিত কুমার উপাধ্যায় (২৮ লাখ), সুমিত (৪৬ লাখ), সামশের সিংহ (৪২ লাখ), জারমানপ্রীত সিংহ (৪০ লাখ), রাজকুমার পাল (৪০ লাখ)।

এই টাকা অবশ্য আইপিএলের ক্রিকেটারদের প্রাপ্তির তুলনায় বেশ কম। আইপিএলের শেষ নিলামে সবচেয়ে দাম পেয়েছিলেন মিচেল স্টার্ক। তাঁকে কলকাতা নাইট রাইডার্স ২৪ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছিল। সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিন্সকে দলে নেয় ২০ কোটি ৫০ লাখ টাকা খরচ করে। তৃতীয় সর্বোচ্চ দাম ছিল সাম কারেনের। তাঁকে পঞ্জাব কিংস নিয়েছিল ১৮ কোটি ৫০ লাখ টাকা খরচ করে। প্রতিটি দলের কাছে ক্রিকেটার কেনার জন্য ছিল ১০০ কোটি টাকা করে।

অন্য দিকে, প্রো কবাডি লিগে ২০২৪ সালের নিলামে সবচেয়ে বেশি ২ কোটি ১৫ লাখ টাকা দাম পেয়েছেন সচিন তানওয়ার। দামের নিরিখে দ্বিতীয় স্থানে ছিলেন ইরানের মোহাম্মদরেজ়া চিয়ানেহ। তাঁর দাম উঠেছিল ২ কোটি ৭ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা গুমান সিংহের দাম উঠেছিল ১ কোটি ৯৭ লাখ টাকা। মোট আট জন কবাডি খেলোয়াড় ১ কোটি টাকার বেশি দাম পেয়েছিলেন। অথচ হকি লিগে সর্বোচ্চ দাম হরমনপ্রীতের ৭৮ লাখ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement