PV Sindhu

Uber Cup: থমকে গেল সিন্ধুদের জয় রথ, উবের কাপে দক্ষিণ কোরিয়া হারাল ৫-০ ব্যবধানে

একমাত্র শেষ ম্যাচে প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন উঠতি প্রতিভা অস্মিতা চালিহা। তিনি ১৮-২১, ১৭-২১ ব্যবধানে হারেন ইউজিন সিমের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৯:৪৫
Share:

পিভি সিন্ধু। ফাইল ছবি।

উবের কাপে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দলের জয় রথ থমকে গেল দক্ষিণ কোরিয়ার সামনে। গ্রুপের শেষ টাইয়ের ম্যাচে হেরে গেলেন ভারতের সেরা খেলোয়াড় পিভি সিন্ধুও। কোনও ম্যাচেই ভারতীয়রা তেমন প্রতিরোধ গড়তে পারলেন না।

এ বারও জিততে পারলেন না সিন্ধু। দক্ষিণ কোরিয়ার আন সিইয়ং-এর কাছে উবের কাপের ম্যাচে হারলেন ১৫-২১, ১৪-২১ ব্যবধানে। বিশ্বের চার নম্বর ২০ বছরের কোরিয়ার খেলোয়াড়ের বিরুদ্ধে এই নিয়ে টানা চার ম্যাচ হারলেন সিন্ধু। গ্রুপ ‘ডি’-র শেষ টাইয়ে নিরাশ করলেন ভারতের অন্য শাটলাররাও। দক্ষিণ কোরিয়া ৫-০ ব্যবধানে হারাল ভারতকে।

Advertisement

প্রথম ম্যাচে সিন্ধু সরাসরি গেমে হেরে যাওয়ায় ধাক্কা খায় ভারতীয় দলের মনোবল। দ্বিতীয় ম্যাচে ভারতের ডাবলস জুটি সিমরন সিংঘি-শ্রুতি মিশ্র ১৩-২১, ১২-২১ ব্যবধানে হারেন কোরিয়ার লি সুহি-শিন সেউংচেন জুটির কাছে। এর আগে পর্যন্ত প্রতিযোগিতায় অপরাজিত থাকা ভারতের আকর্ষি কাশ্যপ তৃতীয় ম্যাচে ১০-২১, ১০-২১ ব্যবধানে হেরে যান কিম জাউনের কাছে। টাইয়ের পর পর তিন ম্যাচ জিতে গ্রুপের শীর্ষ স্থান নিশ্চিত করে নেয় দক্ষিণ কোরিয়া। তার পরেও অবশ্য তাঁরা কোনওরকম ঢিলেমি দেখাননি কোর্টে।

দ্বিতীয় ডাবলসে ভারতের তনিশা ক্রাস্তো-জলি ত্রিসা জুটি ১৪-২১, ১১-২১ ব্যবধানে হারেন কোরিয়ার কিম জেয়ং-কং হিয়ং জুটির কাছে। টাইয়ের শেষ ম্যাচও যায় দক্ষিণ কোরিয়ার পক্ষে। যদিও এই ম্যাচে প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন ভারতের উঠতি প্রতিভা অস্মিতা চালিহা। তিনি ১৮-২১, ১৭-২১ ব্যবধানে হারেন ইউজিন সিমের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement