ভারত ৬ (জেজে-২, পাসি, ঝিঙ্গান, রফিক, কার্দোজো)
লাওস ১ (সিহাভোং)
দুরন্ত জয় ভারতের। গুয়াহাটিতে ঘরের মাঠে লাওসকে উড়িয়ে এক ধাপ এগোল ভারত। ২০১৯ এএফসি এশিয়া কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের তৃতীয় ধাপে পৌঁছে গেলেন সুনীল ছেত্রীরা। লাওসে গিয়েও তাদের হারিয়ে এসেছিল ১-০ গোলে। এদিন জিতল ৬-১। যদিও এদিন প্রথমে গোলের খাতা খুলেছিল লাওসই।
১৬ মিনিটে সিয়াভোংয়ের গোলে এগিয়ে গিয়েছিল লাওস। কিন্তু তার পরের সময়টা পুরোটাই ভারতের। প্রথমার্ধ শেষের কয়েক মিনিট আগেই ভারতকে সমতায় ফেরান জেজে লালপেখলুয়া। এদিনও জো়ড়া গোল আসে তাঁর পা থেকে। প্রথমার্ধেরই অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান সুমিত পাসি।
প্রথমার্ধ যেখানে শেষ করেছিল সেখান থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করেন জেজেরা। সুনীল ছেত্রীর পা থেকে এদিন গোল না এলেও গোলের অভাব হয়নি কনস্টানটাইনের দলের। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৩-১ করে যান সন্দেশ ঝিঙ্গান। তার পরই আবার স্বমহিমায় ফেরেন জেজে। ৭৪ মিনিটে তাঁর পা থেকেই আসে তাঁর দ্বিতীয় ও দলের চতুর্থ গোল।
এর পর ভারতের জার্সিতে নিজের নামের পাশে প্রথম গোল লিখিয়ে নেন মহম্মদ রফিক। ম্যাচের বয়স তখন ৮৩ মিনিট। লাওসের কফিনে শেষ পেড়েকটি পুঁতে দিয়ে যান ফুলগানকো কারদোজো। তিন মিনিটের মধ্যেই আবারও সুযোগ এসে গিয়েছিল কারদোজোর সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ভারত।
ভারত: গুরপ্রীত সিংহ সান্ধু, রিনো অ্যান্টো, অর্ণব মণ্ডল, সন্দেশ ঝিঙ্গান, কিগান পেরেরা (ফুলগানকো কার্দোজো), উদান্ত সিংহ (জ্যাকি চাঁদ সিংহ), ইউজিনসন লিংডো (অলউইন জর্জ), মহম্মদ রফিক, সুনীল ছেত্রী (অধিনায়ক), জেজে লালপেখলুয়া, সুমিত পাসি।
ছবি: এআইএফএফ
আরও খবর
মর্গ্যানের সঙ্গে এক বছরের চুক্তি করল ইস্টবেঙ্গল