আম্পায়ারদের সঙ্গে ফের লাগল কোহলীর। ছবি পিটিআই
দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। ম্যাচে বেন স্টোকসের রান আউট ঘিরে প্রশ্ন উঠেছিল। সেই ওভার শেষ হওয়ার পরেই আম্পায়ার নীতীন মেননের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বিরাট কোহলী। কিন্তু তাঁকে পাত্তাই দেননি নীতীন।
ইংল্যান্ডের ইনিংসের ২৬তম ওভারের ঘটনা। কুলদীপ যাদবের সরাসরি থ্রো উইকেটে যখন আছড়ে পড়ে, তখন স্টোকসের ব্যাট লাইনে ছিল। তবে তৃতীয় আম্পায়ার নিখুঁত কোনও প্রমাণ না পাওয়ায় স্টোকসকে আউট দেওয়া হয়নি।
সেই ওভারের শেষেই নীতীনের সঙ্গে কথা বলতে যান কোহলী। হাত দিয়ে ভঙ্গিমা করে কী ভাবে ব্যাট এবং ক্রিজের মধ্যে পার্থক্য রয়েছে সেটা বোঝাতে যান। কিন্তু ভারত অধিনায়ককে পাত্তাই দেননি নীতীন। তবে কিছুক্ষণ পরে কোহলীকে তিনি কিছু বলেন। এরপরে নিজের জায়গায় ফেরেন ভারতের অধিনায়ক। শেষ পর্যন্ত ৯৯ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টোকস। ততক্ষণে ইংল্যান্ডের জয় সুনিশ্চিত হয়ে যায়।