India vs England 2021

বেন স্টোকসদের কিট ব্যাগে মহিলাদের কোন প্রসাধন? জানালেন ইংরেজ ক্রিকেটার নিজেই

ইংল্যান্ড দল সম্পর্কে হাস্যকর রহস্য উন্মোচন করলেন বেন স্টোকস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৮:২৩
Share:

মহিলাদের সুগন্ধি ব্যবহার করেন স্টোকসরা। ছবি পিটিআই

ইংল্যান্ড দল সম্পর্কে হাস্যকর রহস্য উন্মোচন করলেন বেন স্টোকস। জানালেন, তিনি এবং সতীর্থেরা প্রত্যেকেই ম্যাচের আগে মেয়েদের সুগন্ধি ব্যবহার করেন!

Advertisement

ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমে একথা বলেছেন স্টোকস। কারণ হিসেবে বলেছেন, “মেয়েদের সুগন্ধি গন্ধ অনেক ভাল। আমার সব থেকে ভাল লাগে বেদানার গন্ধ থাকা সুগন্ধিটা। ওটাই আমার ড্রয়ারে সবার উপরে রয়েছে। আমি একাই কিন্তু নই। দলের সবাই এটা করে।”

অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিলেন লরা উডস। ছিলেন দুই প্রাক্তন ফুটবলার অ্যালি ম্যাকয়েস্ট এবং জেমি ও’হারাও। প্রত্যেকেই সেকথা শুনে হাসতে হাসতে ফেটে পড়েন।

Advertisement

শুক্রবারের ম্যাচে মাত্র এক রানের জন্য শতরান পাননি স্টোকস। তবে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তাঁর প্রশংসা করেছেন প্রত্যেকেই। অর্ধশতরান করেছিলেন ৪০ বলে। পরের ৪৯ রান এসেছে ১১ বলে, যার মধ্যে কুলদীপ যাদবকে টানা তিন ছক্কা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement