ট্রফি হাতে কোহলী। ছবি পিটিআই
আন্তর্জাতিক ক্রিকেটজীবনে বরাবরই প্রচারের আড়ালে থাকতে ভালবাসতেন মহেন্দ্র সিংহ ধোনি। ট্রফি জিতলেও আবেগের বহিঃপ্রকাশ দেখা যেত না। বাকিরা যখন ট্রফি নিয়ে মাতামাতি করছেন, তিনি চলে যেতেন আড়ালে। সেই একই জিনিস এ বার দেখা গেল বিরাট কোহলীর ক্ষেত্রেও।
শনিবার ইংল্যান্ডকে ৩৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জেতে ভারত। এরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্দিষ্ট জায়গায় রাখা ট্রফি তুলে নেন কোহলী। সটান গিয়ে তা তুলে দেন দাঁড়িয়ে থাকা ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রাহুল চাহারদের হাতে। নিজে গিয়ে দাঁড়িয়ে পড়েন এক কোণে।
কোহলীর এই আচরণ দেখে অনেকেরই মনে পড়ে গিয়েছে ধোনির কথা। ট্রফি নেওয়ার পর এ ভাবে অন্তরালে থাকতেন ধোনিও। এ বারের সিরিজে তরুণ ক্রিকেটারদের ভূমিকা অনস্বীকার্য। ঈশান, সূর্য, চাহার প্রত্যেকেই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। তাঁদের কৃতিত্বকে যোগ্য মান্যতা দিতে নেতা কোহলী এই কাজ করলেন বলে অনেকে মনে করছেন।