শার্দূল ও ভুবনেশ্বর বিসিসিআই
রবিবার তৃতীয় একদিনের ম্যাচে ভারতের সাত রানে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শার্দূল ঠাকুর ও ভুবনেশ্বর কুমার। ম্যাচ শেষ হওয়ার পর ভুবনেশ্বরের সঙ্গে কথা বলতে দেখা যায় শার্দূলকে। তিনি জানান, সীমিত ওভারের ক্রিকেটে বোলিংয়ের ক্ষেত্রে বৈচিত্র আনা খুব জরুরি। তিনি বলেন, ‘‘আমি যখন বল করতে আসি তখন ৩ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। দাউইদ মালান ও জস বাটলার ভাল খেলছিল আর আমি উইকেট নেওয়ার চেষ্টা করছিলাম। আমি জানতাম ওরা ইনিংসের শেষ দিক অবধি ব্যাট করতে চাইবে। সাদা বলের খেলায় বল করতে গেলে অনেক বৈচিত্র আনার দরকার হয়। কাটার, স্লোয়ার, বাউন্সার ব্যবহার করে ব্যাটসম্যানকে ধোঁকা দিতে হয়।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা জানতাম ওদের ব্যাটিং খুব শক্তিশালী। বিশেষ করে এই দলটার। আমরা যদি ঠিক করে বল করতে না পারতাম তাহলে মার খেতে হত।’’
এরপর ভুবনেশ্বরকে প্রশ্ন করেন শার্দূল। টেস্টে ভারতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে প্রশ্নের উত্তরে ভুবি বলেন, ‘‘অবশ্যই টেস্টেও দলে ফিরতে চাই। আমি সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে চাই। তবে টেস্টে কোন ধরণের দল তৈরি করবেন নির্বাচকরা সেটা একেবারেই আলাদা বিষয়।’’
ভুবনেশ্বর আরও বলেন, ‘‘আমি আইপিএল চলাকালীনও আসন্ন টেস্ট ম্যাচ নিয়ে চিন্তা ভাবনা করব। সামনে আমাদের অনেক টেস্ট সিরিজ রয়েছে। আমি সেই সিরিজগুলোতে খেলার জন্য সবটা উজাড় করে দিতে চাই।’’