রবিবার তিন উইকেট পেয়েছেন ভুবনেশ্বর। ছবি পিটিআই
গত দু’বছরের বেশিরভাগ সময়টাই চোট-আঘাতে কেটে গিয়েছে তাঁর। তা সত্ত্বেও দলে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে সফল ভুবনেশ্বর কুমার। ভারতীয় বোলারদের মধ্যে উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় তিনি। রবিবারও গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলেছেন। ভুবনেশ্বর ম্যাচের পর অবশ্য জানালেন, লাল বলের ক্রিকেটই তাঁর কাছে অগ্রাধিকার।
টেস্ট দলে ফেরার ভাবনাচিন্তা করছেন কিনা, সে প্রশ্নের জবাবে ভুবনেশ্বর বলেছেন, “অবশ্যই। লাল বলের ক্রিকেটের দিকে আমার নজর রয়েছে। লাল বলের কথা মাথায় রেখেই প্রস্তুতি নেব। তবে টেস্ট ম্যাচের জন্য কী দল নির্বাচিত হবে সেটা আলাদা ব্যাপার। তবে লাল বলের কথা মাথায় রেখেই আইপিএলে আমার প্রস্তুতি এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক হবে। আমি জানি আগামী দিনে অনেক টেস্ট রয়েছে। টেস্টে খেলা এখনও আমার অগ্রাধিকার।”
আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। সেটা মনে করেই ভুবনেশ্বর বললেন, “আমার তরফ থেকে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হওয়ার আপ্রাণ চেষ্টা থাকবে। সামনে লম্বা সফর রয়েছে। তাই নিজেকে ফিট রাখার চেষ্টা করব।”