India vs England 2021

ম্যাচ জেতানো শতরান করেই গাওস্করকে জবাব বেয়ারস্টোর: যখন খুশি ফোন করতে পারেন

চলতি সিরিজের প্রথম ম্যাচে ৯৪ করার পর দ্বিতীয় ম্যাচে ১২৪ করেছেন বেয়ারস্টো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৬:২৩
Share:

শুক্রবার শতরানের পর বেয়ারস্টো। ছবি পিটিআই

ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করেই সুনীল গাওস্করকে পরোক্ষে জবাব দিলেন জনি বেয়ারস্টো। জানালেন, টেস্ট ক্রিকেট সম্পর্কে গাওস্করের কিছু বলার থাকলে যখন খুশি তাঁকে ফোন করতে পারেন।

Advertisement

আমদাবাদে চতুর্থ টেস্ট চলাকালীন দ্বিতীয় ইনিংসে বেয়ারস্টোর আউট হওয়ার ধরন দেখে গাওস্কর প্রশ্ন তুলেছিলেন যে আদৌ ইংরেজ ব্যাটসম্যানের টেস্ট খেলার ‘ইচ্ছে’ বা ‘আগ্রহ’ রয়েছে কিনা। একদিনের সিরিজের দুটো ম্যাচেই ভাল খেলার পর তাঁকে জবাব দিয়েছেন বেয়ারস্টো।

বলেছেন, “প্রথমত, কথাটা আমার কানেই আসেনি। দ্বিতীয়ত, আমার সঙ্গে ওঁর কোনও কথাবার্তা বা যোগাযোগ হয়নি। তারপরেও কী ভাবে এরকম মন্তব্য করলেন সেটা জানতে আগ্রহ হচ্ছে। আমাকে যে কোনও সময় ফোন করার জন্য উনি স্বাগত। তখনই আমি ওঁকে জানাব টেস্টের প্রতি আমার আগ্রহ রয়েছে কিনা বা টেস্ট ক্রিকেট থেকে কোনও মজা পাই কিনা। আমার ফোন সব সময় খোলা। যখন খুশি আমাকে ফোন বা বার্তা পাঠাতে পারেন।”

Advertisement

চলতি সিরিজের প্রথম ম্যাচে ৯৪ করার পর দ্বিতীয় ম্যাচে ১২৪ করেছেন বেয়ারস্টো। তাঁর সঙ্গে বেন স্টোকসের জুটিই শুক্রবার জেতায় ইংল্যান্ডকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement