শিখর ধওয়নের একটি শটের পর বলে গর্ত হয়ে যায়। ছবি: টুইটার থেকে
ম্যাচের বয়স তখন মাত্র ১৬ বল। তার মধ্যেই বল বদলাতে হল আম্পায়ারদের। পুণেতে ভারত-ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচে এই ঘটনা ঘটেছে। শিখর ধওয়নের একটি শটের পর বলে গর্ত হয়ে যায়। আম্পায়ারদের সেই বল বদলানো ছাড়া উপায় ছিল না।
ইনিংসের তৃতীয় ওভারে বল করছিলেন ইংল্যান্ডের জোরে বোলার মার্ক উড। চতুর্থ বলে ভারতীয় ওপেনার ধওয়ন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে একটি কাট মারেন। চার হয়। ধওয়নের শটে এতটাই জোর ছিল যে, বল যখন উইকেটকিপারের হাতে ফেরৎ আসে, তখন আম্পায়ারদের ডাকতে হয়। দুই আম্পায়ার নীতিন মেনন এবং কে এন অনন্তপদ্মনাভন এসে দেখেন বলে গর্ত তৈরি হয়েছে। বাধ্য হয়ে তাঁরা সেই বল বদলান।
এমনিতে লাল বলের তুলনায় সাদা বল একটু তাড়াতাড়িই বদলাতে হয়। কিন্তু তা বলে ম্যাচ শুরু হওয়ার তিন ওভারের মধ্যে বল বদলাতে হওয়ায় অনেকেই অবাক। ধওয়ন শেষ পর্যন্ত ১০৬ বলে ৯৮ রান করে বেন স্টোকসের বলে আউট হন। পুল করতে গিয়ে মিড উইকেটে অইন মর্গ্যানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তাঁর ইনিংসে ১১টি চার, ২টি ছয় রয়েছে।
বল পরীক্ষা করছেন আম্পায়ার। ছবি: টুইটার থেকে