সৌরভ গঙ্গোপাধ্যায়

বিশ্রামের মাঝেও খেলা শেষ হতেই টুইট সৌরভের: গুরুত্ব বোঝাল পূজারা, পন্থ, অশ্বিন

অজিদের বিরুদ্ধে টক্কর ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাই উঠে এসেছে সৌরভের টুইটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১৭:১৩
Share:

ভারতের লড়াইয়ে খুশি সৌরভ। ফাইল ছবি

শারীরিক অসুস্থতার কারণে তিনি গৃহবন্দী। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের পঞ্চমদিনের খেলা দেখতে চোখ রেখেছিলেন টিভির পর্দায়। দুরন্ত লড়াই করে ভারতের ড্র দেখে মুগ্ধ সৌরভ গাঙ্গুলি

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি টুইট করেছেন, “আশা করি এবার সবাই বুঝতে পেরেছে ক্রিকেট দলে পুজারা, পন্থ এবং অশ্বিনদের মতো ক্রিকেটারদের গুরুত্ব ঠিক কতটা। তিন নম্বরে নেমে দুর্ধর্ষ মানের বোলিংয়ের বিরুদ্ধে উইকেটে টিকে থাকা মোটেই সহজ কাজ নয়। ঠিক সেভাবেই, প্রায় ৪০০ উইকেটও এমনি এমনি আসেনি। দারুণ লড়াই করেছ টিম ইন্ডিয়া। এবার সিরিজ জেতার পালা।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সৌরভের কীর্তির কথাও কারওর অজানা নয়। ইডেনে স্টিভ ওয়ার জয়ের রথ থামিয়ে দেওয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মাটিতে চোখে চোখ রেখে লড়াই। অজিদের বিরুদ্ধে টক্কর ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাই উঠে এসেছে সৌরভের টুইটে।

Advertisement

আরও খবর: ভবিষ্যতের সম্বল দিয়ে ছেলের জন্য পিচ বানান, জামাকাপড় বিক্রি করে হনুমার স্বপ্ন পূর্ণ করেন মা

আরও খবর: ‘ওয়াল’-এর জন্মদিনে অস্ট্রেলিয়ায় ডিফেন্সের বীরগাথা বিহারী, অশ্বিনের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement