স্টিভ স্মিথ

দ্রুত ছন্দে ফিরবেন স্মিথ, লাবুশানে, আশা অস্ট্রেলিয়ার

প্রত্যাশা থাকলেও ভারতের বিরুদ্ধে আহামরি পারফরম্যান্স করতে পারেননি স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানেরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৮:২১
Share:

এই হতাশার ছবি কাটবে, আশায় অস্ট্রেলিয়া। ফাইল ছবি

প্রত্যাশা থাকলেও ভারতের বিরুদ্ধে আহামরি পারফরম্যান্স করতে পারেননি স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানেরা। তবে পরের টেস্ট থেকেই ছন্দ ফিরে পাবেন তাঁরা, আশা অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের।

Advertisement

চলতি সিরিজে একবারও দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি স্মিথ। চার ইনিংসে তাঁর রান মাত্র ১০। তুলনায় লাবুশানে ২ টেস্টে ১২৯ রান করলেও তাঁর থেকে প্রত্যাশা আরও বেশি ছিল। রবিচন্দ্রন অশ্বিন এবং যশপ্রীত বুমরা ক্রমাগত তাঁদের বিপদে ফেলেছেন।

অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মনে করেন, দ্রুত ফর্মে ফিরবেন এই দুই ব্যাটসম্যান। তাঁর কথায়, ‘‘এটা ঠিক যে এখনও স্মিথ ওর ছন্দ খুঁজে পায়নি। তবে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে যে চারটে বল ও খেলেছিল, তাতে ওকে অনেক জমাট দেখিয়েছে। নেটেও ও আর মার্নাস ভালই ব্যাটিং করছে।’’

Advertisement

আরও খবর: ১০০ শতাংশ ফিট না হলেও সিডনিতে ওয়ার্নারকে নিয়ে ঝুঁকির পথে অস্ট্রেলিয়া

আরও খবর: কোহালিদের টপকে দশকের সেরা ক্রিকেটার হয়ে আপ্লুত স্মিথ

ম্যাকডোনাল্ডের সংযোজন, ‘‘ভারত এ বার ট্যাকটিকাল দিক থেকে অনেক তৈরি হয়েছে এসেছে। এই দু’জন ব্যাটসম্যানকে ভালই নিয়ন্ত্রণ করছে। মনে হয় আলাদা করে ওদের জন্য লেগ-সাইড থিয়োরি তৈরি করেছে। তাই এই দু’জনকে নতুন করে কোনও পরিকল্পনা করে নামতে হবে।’’

ম্যাকডোনাল্ডের মতে, টেকনিক্যালি দু’জনেরই কোনও সমস্যা নেই। কিন্তু কী ভাবে রান করতে হয় সেটা জেনে নিতে হবে। বলেছেন, ‘‘ভারতীয় বোলারদের কৌশল ওদের দ্রুত বুঝে নিতে হবে। এ নিয়ে আমাদের মধ্যে রোজ কথা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement