ভারতীয় বোলারদের তারিফ করলেন লাবুশানে। ছবি: এএফপি
ভারতীয়দের আগ্রাসী বোলিংয়ের সামনে দ্বিতীয় টেস্টে ডালপালা মেলতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটিং। খোদ স্টিভ স্মিথকেও ফিরতে হয়েছে খালি হাতে। এ অবস্থায় অস্ট্রেলিয়া দেড়শোর গন্ডি পেরোতে পেরেছে মার্নাস লাবুশানের দুরন্ত ব্যাটিংয়ের জন্যেই।
ক্রিজ কামড়ে পড়ে থাকার আপ্রাণ চেষ্টা করেছেন লাবুশানে। ১৩২ বলে ৪৮ করে ফিরে যান মহম্মদ সিরাজের বলে। ম্যাচের পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমাদের অবশ্যই ভাল খেলা উচিত ছিল। অন্তত তিনটে এমন আউট হয়েছে যেগুলো মোটেই হওয়া উচিত হয়নি।’’
লাবুশেনের সংযোজন, ‘‘ভারতের বোলাররা সোজাসুজি বোলিং করছিল। আমরা অফ সাইডে খেলতে পারছিলাম না। ওরা নতুন ভাবনাচিন্তা করে আমাদের আগাগোড়া চাপে রেখেছিল। আমাকেও ১৩০টি বল খেলতে হয়েছে। এ ধরনের চ্যালেঞ্জই আমরা পছন্দ করি।’’
আরও পড়ুন: পেনের রান আউট নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ রাহানেরা
আরও পড়ুন: রাহানে, শুভমনদের সাবধানী হওয়ার পরামর্শ বুমরার
লাবুশানে মেনে নিয়েছেন, মেলবোর্নের পিচ তাঁর কিছুটা হলেও অচেনা লেগেছে। বলেছেন, ‘‘ম্যাচের মাঝেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। ভারত দারুণ বোলিং লাইন-আপ নিয়ে নেমেছে। আজ যে রকম স্যুইং দেখলাম, আগে কোনওদিন এমসিজি-তে সে রকম দেখিনি। তবে আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে এবং দ্বিতীয় ইনিংসে বড় রান তুলতে হবে।’’