ক্রিস গেল

গেলের মতে সিডনি টেস্টে রাহানেদেরই পাল্লা ভারী

দলের অনেক ক্রিকেটারকে না পাওয়া সত্ত্বেও যে ভাবে ভারত ঘুরে দাঁড়িয়েছে, সেটা দেখে বেশি মুগ্ধ গেইল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ১৭:০৭
Share:

রাহানের অধিনায়কত্বে মুগ্ধ গেল। ফাইল ছবি

বিরাট কোহালি নেই। ছিটকে গিয়েছেন তৃতীয় টেস্টে দলে ঢোকার দাবিদার কে এল রাহুলও। তবু ক্রিস গেল মনে করছেন, সিডনি টেস্ট জয়ের পাল্লা ঝুলে ভারতের দিকেই। তাঁর মতে, স্পিনারদের জন্যেই এগিয়ে রয়েছে ভারত।

Advertisement

রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা দ্বিতীয় টেস্টে যথেষ্ট বেগ দিয়েছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। সেটা মাথায় রেখেই গেল বলেছেন, “সিডনিতে আসার আগে থেকেই ভারত দারুণ ছন্দে রয়েছে। সিডনি ব্যাটসম্যানদের স্বর্গ। তার ওপর এখানে স্পিনাররাও সাহায্য পায়। ভারতের হাতে দু’জন ভাল স্পিনার রয়েছে। তাই অ্যাডভান্টেজে ওরাই রয়েছে।”

সংখ্যা বলছে, সিডনিতে প্রথম ইনিংসে গড় স্কোর ৩১৭। এই মাঠে সবথেকে বেশি রানের রেকর্ড রয়েছে ভারতেরই। ২০০৩-০৪-এর সেই সফরে সচিন তেন্ডুলকর অপরাজিত ২৪১ রান করেছিলেন। ভিভিএস লক্ষ্মণ করেছিলেন ১৭৮।

Advertisement

দলের অনেক ক্রিকেটারকে না পাওয়া সত্ত্বেও যে ভাবে ভারত ঘুরে দাঁড়িয়েছে, সেটা দেখে বেশি মুগ্ধ গেল। বলেছেন, “এটাই ভারতের সবথেকে বড় প্লাস পয়েন্ট। দলের আসল ক্রিকেটাররা না থাকলেও বাকিরা সেটা দারুণ ভাবে ব্যবহার করেছে। আমরা সবাই জানি ভারতের বেঞ্চের শক্তি খুবই ভাল। যে আসে সেই সুযোগটা কাজে লাগায়। এটা ঠিক কোহালির শূন্যস্থান পূরণ করতে পারে না। কিন্তু ওদের দেখে সেটা মনে হয়নি।”

আরও খবর: আজ একদিনের ক্রিকেটের ৫০ বছর, তখনকার বিনোদন এখন লড়াই

আরও খবর: গত আইপিএলে গড়াপেটার ছায়া, বোর্ড জানাল 'সামলে নিয়েছি'

রাহানের অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন গেল। বলেছেন, “রেকর্ড বলছে ও একটা টেস্টে অধিনায়ক হিসেবে হারেনি। তাই ওকে ভাল বলতেই হবে। পাশাপাশি ও ব্যাটসম্যান হিসেবেও শক্তিশালী। ঠান্ডা মাথায় ভাবনাচিন্তা করে। এটা ভারতকে এগিয়ে রাখবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement