নিক হকলে

ব্রিসবেনে খেলতে রাহানেদের সমস্যা নেই, গুজব ওড়ালেন হকলে

সিডনি উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের প্রত্যেকেরই কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ১৫:৩১
Share:

ভারত ব্রিসবেনে খেলবে, আশাবাদী হকলে। ছবি টুইটার

ব্রিসবেনে খেলতে ভারতের কোনও সমস্যা নেই। সাফ জানিয়ে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে। এ নিয়ে ওঠা যাবতীয় গুজব উড়িয়ে দিয়েছেন তিনি।

Advertisement

ভারতীয় শিবিরের সূত্রকে উদ্ধৃত করে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম লাগাতার বলে যাচ্ছিল যে ব্রিসবেনে খেলতে চাইছে না ভারত। ব্র্যাড হাডিনের মতো কেউ কেউ এর পিছনে হারের ভয়ও দেখতে পেয়েছিলেন।

তবে সব জল্পনা উড়িয়ে এদিন হকলে সাংবাদিকদের বলেছেন, “রোজ বিসিসিআই কর্তাদের সঙ্গে আমার কথা হয়। সরকারি ভাবে এ ব্যাপারে বিসিসিআই এখনও কিছু জানায়নি আমাদের। প্রতিটা বিষয়েই ওরা আমাদের পাশে থেকেছে। যে ভাবে সূচি তৈরি হয়েছে, দুটো দলই সে ভাবে খেলতে আগ্রহী।”

Advertisement

আরও খবর: গাব্বায় খেলতে ভয় পাচ্ছে বলেই যেতে চাইছে না রাহানেরা, তীর্যক মন্তব্য হাডিনের

আরও খবর: সিডনি যাওয়ার পথে ‘ভয়’ পেয়ে টুইট করলেন রবিচন্দ্রন অশ্বিন

সিডনি উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের প্রত্যেকেরই কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সে কারণেই ব্রিসবেনের কড়া নিয়ম কিছুটা শিথিল করার কথা বলেছে টিম ম্যানেজমেন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement