India vs England 2021

ওপেনিং জুটিতে ফের শতরান, গিলক্রিস্ট-হেডেনকে পিছনে ফেললেন রোহিত-শিখর

একদিনের ক্রিকেটে ১৬টি শতরানের জুটি ছিল গিলক্রিস্ট এবং হেডেনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৭:১৩
Share:

রবি-দুপুর মাতালেন শিখর-রোহিত ছবি পিটিআই

ওপেনিংয়ে জুটি গড়ে ফের একশো রানের গন্ডি পেরোলেন রোহিত শর্মা এবং শিখর ধওয়ন। একই সঙ্গে গড়ে ফেললেন নতুন রেকর্ড। শতরানের জুটির তালিকায় পিছনে ফেললেন অ্যাডাম গিলক্রিস্ট এবং ম্যাথু হেডেনকে।

Advertisement

একদিনের ক্রিকেটে ১৬টি শতরানের জুটি ছিল গিলক্রিস্ট এবং হেডেনের। রবিবারের পর রোহিত এবং শিখর ১৭ বার শতরানের জুটি গড়লেন। সব থেকে আগে রয়েছেন সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁরা ২৬ বার শতরানের জুটি গড়েছেন। এরপরে রয়েছেন বিরাট কোহলী এবং রোহিত শর্মা। তাঁদের শতরানের জুটির সংখ্যা ১৮।

তৃতীয় একদিনের ম্যাচে প্রথম উইকেটে ১০৩ রান তুলে ফেললেন রোহিত-শিখর জুটি। তবে কিছুক্ষণের ব্যবধানে দু’জনকেই ফেরান আদিল রশিদ। রোহিতকে ১৫তম ওভারে ৩৭ রানে এবং ধওয়নকে ১৭তম ওভারে ৬৭ রানে আউট করেন। উল্লেখ্য, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ওপেন করা শুরু করেন রোহিত-শিখর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement