Igor Stimac

ভারতীয় শিবিরে ডাক পেলেন প্রবীর দাস

শিবিরে যোগ দিচ্ছেন অনেক নতুন ফুটবলার। চলতি আইএসএলে ভাল খেলেছেন এই সমস্ত ফুটবলাররা। শিবিরে যোগ দেবেন আশুতোষ মেহেতা, আকাশ মিশ্রা, রাহুল কেপি, ঈশান পন্ডিতারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ১৪:৪১
Share:

ছবি টুইটার

ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে জাতীয় শিবিরে ডাক পেলেন ৩৫জন ফুটবলার। শিবিরে যোগ দিচ্ছেন অনেক নতুন ফুটবলার। চলতি আইএসএলে ভাল খেলেছেন এই সমস্ত ফুটবলাররা। শিবিরে যোগ দেবেন আশুতোষ মেহেতা, আকাশ মিশ্রা, রাহুল কেপি, ঈশান পন্ডিতারা।

Advertisement

প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক ফুটবলে অংশ নেবে ভারত। খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। প্রতিযোগিতার দু সপ্তাহ আগে থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শিবির করবেন ইগর স্তিমাচ।২৫ মার্চ ওমানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ২৯ মার্চ আয়জকদের বিরুদ্ধে খেলবেন সুনীলরা।

৩৫ জনের দলের সদস্যরা হলেন-

Advertisement

গোলরক্ষক- গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ, শুভাশিস রায় চৌধুরী, ধীরাজ সিংহ, বিশাল কাইথ

রক্ষণ- শেরিটনে ফার্নান্দেজ, আশুতোষ মেহতা, আকাশ মিশ্রা, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, চিংগালসানা সিংহ, সার্থক গলুই, আদিল খান, মন্দার রাও দেশাই, প্রবীর দাস, মশুর শেরাফ

মাঝমাঠ- উদান্তা সিংহ, রাওলিন বর্জেস, লালেঙমাওয়াইয়া, জিকসন সিংহ, রেনিয়ার ফার্নান্দেজ, অনিরুদ্ধ থাপা, বিপিন সিংহ, ইয়াসির মহম্মদ, সুরেশ সিংহ, লিস্টন কোলাকো, হোলিচরণ নার্জারি, ছাঙতে, আশিক কুরুনিয়ান, রাহুল কেপি, হিতেশ শর্মা, ফারুখ চৌধুরী

আক্রমণ- মনবীর সিংহ, সুনীল ছেত্রী, ঈশান পন্ডিতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement