অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাচ জেতার পর ইগা শিয়নটেক। ছবি: রয়টার্স।
খেলার বাইরে অন্য ঘটনায় শিরোনামে অস্ট্রেলিয়ান ওপেন। কোর্টেই বিদ্রুপের মুখে পড়লেন ইগা শিয়নটেক। কফি নিয়ে মন্তব্য করায় বিদ্রুপ করা হয়েছে তাঁকে। মত্ত দর্শকদের তাণ্ডবে একটি ম্যাচ সরাতে হয়েছে অন্য কোর্টে। খেলার মাঝে শ্বাসকষ্টের জেরে মেডিক্যাল বিরতি নিতে বাধ্য হন ওন্স জাবেউর। যদিও শেষ পর্যন্ত ম্যাচ জেতেন তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভার বিরুদ্ধে নেমেছিলেন শিয়নটেক। স্ট্রেট সেটে (৬-০, ৬-২) ম্যাচ জেতেন তিনি। ম্যাচে মাত্র দু’টি গেম খোয়ান বিশ্বের প্রাক্তন এক নম্বর তথা দ্বিতীয় বাছাই শিয়নটেক। খেলার মাঝে কোনও সমস্যা না হলেও খেলা শেষে বিদ্রুপের মুখে পড়েন পোল্যান্ডের টেনিস তারকা।
খেলা শেষে টেলিভিশন সঞ্চালিকা জ়েলেনা ডকিচ শিয়নটেককে প্রশ্ন করেন, অস্ট্রেলিয়ায় সবচেয়ে ভাল কফি তিনি কোথায় খেয়েছেন। জবাবে পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী শিয়নটেক বলেন, “সিডনিতে খুব ভাল ভাল কফির দোকান রয়েছে। ওখানকার কফি সবচেয়ে ভাল।” অস্ট্রেলিয়ান ওপেন চলছে মেলবোর্নে। সেখানে দাঁড়িয়ে সিডনির প্রশংসা সেখানকার দর্শকেরা ভাল ভাবে নেননি। শিয়নটেককে বিদ্রুপ করতে শুরু করেন তাঁরা। বিদ্রুপের মুখে নিজের বক্তব্য থেকে সরে আসেন শিয়নটেক। তিনি বলেন, “আমি শুধু খেলতে নামার আগে কফি খাই। তাই এই বিষয়ে তেমন গবেষণা আমার নেই। আমার জবাবের জন্য দুঃখিত।” তার পরেও বিদ্রুপ কমেনি। শেষে শিয়নটেক আবার নিজের বক্তব্য বদলান। তিনি বলেন, “আমার মনে হয় গোটা অস্ট্রেলিয়ার কোথাও খারাপ কফি পাওয়া যায় না। প্রত্যেকটা কফির দোকানে ভাল কফি পাওয়া যায়।”
অস্ট্রেলিয়ান ওপেনে আরও একটি বিতর্ক হয়েছে বৃহস্পতিবার। পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ফেলিক্স অগার আলিয়াসিমে ও আলেজ়ান্দ্রো ডেভিডোভিচ ফকিনার ম্যাচ যে কোর্টে হচ্ছিল তার পাশের কোর্টে বেশ কিছু দর্শক মত্ত অবস্থায় ছিলেন। সেই কোর্টে পানশালা থাকায় এই অবস্থা হয়। তাঁরা বিভিন্ন রকম আওয়াজ করতে শুরু করেন। তাতে খেলতে সমস্যা হচ্ছিল। দুই খেলোয়াড় চেয়ার আম্পায়ারকে বিষয়টি জানান। কিন্তু তার পরেও চিৎকার কমেনি। বাধ্য হয়ে খেলা অন্য একটি কোর্টে সরাতে হয়। সেখানে পাঁচ সেটের লড়াই জেতেন ফকিনা। তবে যে ভাবে দর্শকদের কারণে ম্যাচ সরাতে হল তাতে মুখ পুড়ল গ্র্যান্ড স্ল্যামের আয়োজকদের। প্রথম সারির খেলোয়াড়দের ম্যাচে এই ধরনের কিছু ঘটলে বিতর্ক আরও বাড়বে।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমে সমস্যায় পড়েন তিউনিসিয়ার জাবেউর। কলম্বিয়ার ক্যামিলা ওসোরিয়োর বিরুদ্ধে খেলার সময় শ্বাসকষ্ট শুরু হয় জাবেউরের। প্রথমে কোর্টেই কিছু ক্ষণ বসেছিলেন তিনি। জল খান। তাতেও সমস্যা মেটেনি। ফলে মেডিক্যাল বিরতি নেন জাবেউর। চিকিৎসা হয় তাঁর। বেশ কিছু ক্ষণ পরে আবার খেলতে নামেন জাবেউর। সমস্যা হলেও ম্যাচ জেতেন জাবেউর। স্ট্রেট সেটে (৭-৫, ৬-৩) ক্যামিলাকে হারান তিনি। খেলা শেষে জাবেউর বলেন, “আগেও আমার শ্বাসকষ্টের সমস্যা হত। কিন্তু সেটা এখন বেড়েছে। শুরু থেকে লম্বা র্যালি খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তার পরেই শ্বাসকষ্ট শুরু হয়। মনে হচ্ছিল, আর পারব না। কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করি। চিকিৎসার পরে অনেকটা ভাল লাগছিল। এই সমস্যা নিয়েই লড়তে হবে। কিছু করার নেই।”