CFL

করোনা পরিস্থিতির মধ্যেও কলকাতা লিগ করতে উদ্যোগ নিল আইএফএ

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে কলকাতা লিগ হতে পারে এ মরসুমে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৬:৪৪
Share:

কলকাতা লিগ নিয়ে এভাবেই প্রচার করছে আইএফএ টুইটার

কোভিড পরিস্থিতির মধ্যেও ফুটবলপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল আইএফএ। শুরু হতে চলেছে কলকাতা লিগ। জুন-জুলাই মাসে শুরু হতে পারে এই প্রতিযোগিতা। গত মরসুমে করোনার কারণে লিগ বন্ধ থাকলেও এ মরসুমে লিগ আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।

Advertisement

কলকাতায় আই লিগ অনুষ্ঠিত হলেও জৈব সুরক্ষা বলয় তৈরি করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবার কলকাতা লিগে এই সুরক্ষা বলয় থাকবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবে লিগ কমিটি। ১০-১২ মে-র মধ্যে এ বিষয়ে সিদ্ধান্তে আসতে চাইছে আইএফএ। কলকাতা লিগের আগে ফুটসল কাপের মাধ্যমে মরসুম শুরু করতে চাইছে আইএফএ।

সূত্রের খবর, কলকাতা লিগের পর আগস্ট মাসে আয়োজিত হতে পারে ডুরান্ড কাপ। তবে সবটাই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement