prithvi shaw

পৃথ্বীর কাছে ৬ বলে ৬ টি চার খেয়ে ম্যাচের পরই বদলা নিলেন শিবম মাভি, দেখুন ভিডিয়ো

পুরো ব্যাপারটাই ঘটে মজার ছলে। দীর্ঘদিন একসঙ্গে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলেছেন এই দুই ক্রিকেটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৬:১২
Share:

পৃথ্বীর সঙ্গে খুনসুটিতে মাতলেন শিবম টুইটার

আইপিএল-এ অন্য দলের হয়ে খেললেও ম্যাচের পরই বন্ধু শিবম মাভির সঙ্গে আড্ডায় মেতে উঠলেন পৃথ্বী শ। প্রায় মিনিট দশেক নিজেদের মধ্যে আলোচনা করেন তাঁরা। কেকেআর-এর বিরুদ্ধে ১৫৪ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই শিবম মাভিকে ছয় বলে ছটি চার মারেন দিল্লি ক্যাপিটালস ওপেনার পৃথ্বী শ। দিল্লিকে ম্যাচ জেতানোর পর পৃথ্বীকে পাকড়াও করেন ‘বন্ধু’ শিবম। মজার ছলে পেটে চিমটি কেটে দেন নাইট বোলার। যন্ত্রণায় কিছুক্ষণ কাতরাতে দেখা যায় পৃথ্বীকে।

Advertisement

তাঁদের আলোচনা শোনা না গেলেও নিশ্চিত ভাবেই ওই ওভারের কথা ছিল। দুজনকেই কখনো হাসতে আবার কখনো গভীর আলোচনায় মগ্ন হতে দেখা যায়।

তবে চিমটি কাটার পুরো ব্যাপারটাই ঘটে মজার ছলে। দীর্ঘদিন একসঙ্গে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলেছেন এই দুই ক্রিকেটার। দিল্লির ওপেনার ম্যাচের পরে বলেন, ‘‘আমি জানতাম ও কোথায় বল করবে। কেবল খারাপ বলের অপেক্ষায় ছিলাম। আমরা চার-পাঁচ বছর ধরে একসঙ্গে খেলছি। প্রথম কয়েকটা বল হাফভলি দিয়ে চার খাওয়ার পর আমি ভেবেছিলাম ও শর্ট বল করবে। কিন্তু ও তা করেনি।’’

Advertisement

পৃথ্বীর দাপটে ২১ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় দিল্লি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement