ICC World Cup 2019

বিশ্বকাপ ফাইনাল খেলবে কোন দুই দল? কী বললেন লক্ষ্মণ

বিশ্বকাপ ফাইনালে কোন দু’টি দল মুখোমুখি হতে পারে, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রবল জল্পনা ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ১৮:২৯
Share:

ভিভিএস লক্ষ্মণ। ছবি: পিটিআই

১৪ জুলাই লর্ডসে ফাইনাল। বিশ্বকাপ ফাইনালে কোন দু’টি দল মুখোমুখি হতে পারে, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রবল জল্পনা। ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ জানিয়ে দিলেন, লর্ডসের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

Advertisement

একসময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মরণীয় সব ইনিংস খেলেছেন হায়দরাবাদের এই স্টাইলিশ ব্যাটসম্যান। ইডেনে অজিদের বিরুদ্ধে লক্ষ্মণের করা ২৮১ রান নিয়ে এখনও চর্চা হয় ক্রিকেটমহলে। চলতি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে খুশি হলেও মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত লক্ষ্মণ। তাঁর মতে, ‘‘ধোনির স্ট্রাইক রোটেটের দিকে নজর দেওয়া উচিত। ধোনি নিঃসন্দেহে দারুণ ক্রিকেটার তবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্ট্রাইক রোটেট করতে ওর সমস্যা হচ্ছিল।’’

রুট-স্টোকসের ব্যাটিং না আর্চারের বোলিং, ইংল্যান্ড ম্যাচে যে জায়গাগুলি চিন্তায় রাখছে ভারতকে

Advertisement

শামির স্যালুটের জবাব হিন্দিতে দিলেন কটরেল

এবারের বিশ্বকাপে ছন্দে রয়েছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে নিজেদের স্থান কার্যত পাকা করে ফেলেছে অজিরা। ভারত এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও ভারতকে ম্যাচ জেতাচ্ছেন। প্রাক্তন ডান হাতি ব্যাটসম্যান জানান, ‘‘ভারতের বোলিং লাইনআপ এই মুহূর্তে বিশ্ব সেরা। বুমরা আর শামি দুর্দান্ত বল করে চলেছে। এর আগে ভুবিও বিশ্বকাপে ভাল বল করেছিল।’’

সেমিফাইনালের আরও কাছে ভারত। রবিবার ইংল্যান্ডকে হারাতে পারলেই কোহালির দল পৌঁছে যাবে শেষ চারে। বিশ্বকাপের আগে থেকেই ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতকে ফাইনালিস্ট হিসেবে ধরেছেন। কোহালিদের আসল পরীক্ষা কিন্তু শেষ চারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement