ভারতের বিরুদ্ধে তারকা বোলারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। ছবি: এপি।
ভারতের বিরুদ্ধে নামার আগে আরও সমস্যায় দক্ষিণ আফ্রিকা। টানা দুটো ম্যাচ হেরে আতঙ্ক প্রোটিয়া-শিবিরে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটাররা আশঙ্কা করছেন, ভারতের বিরুদ্ধেও হারতে হবে দলকে।
বিরাট কোহালিদের বিরুদ্ধে নামার আগে খারাপ খবর দক্ষিণ আফ্রিকার সাজঘরে। বাংলাদেশের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান লুঙ্গি এনগিডি। খেলার সপ্তম ওভারেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায় এনগিডিকে। ৪ ওভারে ৩৪ রান দেন তিনি। বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবালকে একেবারেই সমস্যায় ফেলতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকা দলের টিম ম্যানেজার মহম্মদ মুসাজি জানিয়েছেন, দশ দিন বিশ্রাম দরকার এনগিডির। ফলে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। দক্ষিণ আফ্রিকা শিবির মনে করছে, ১০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন এই জোরে বোলার। বিশ্বকাপ শুরুর আগে থেকেই চোটের লাল চোখ দক্ষিণ আফ্রিকা শিবিরে। কাঁধের চোটের জন্য একটা ম্যাচেও নামতে পারেননি ডেল স্টেইন।
আরও খবর: বিশ্বকাপে নজর কাড়ছেন এই সুন্দরী পাক ধারাভাষ্যকার, চেনেন এঁকে?
আরও খবর: একটিই ম্যাচ জিতবে বাংলাদেশ, ভবিষ্যদ্বাণী করে ভয়ঙ্কর ট্রোলড ম্যাকালাম
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি হাশিম আমলাও। ইংল্যান্ডের বিরুদ্ধে জোফ্রা আর্চারের বাউন্সার আছড়ে পড়েছিল আমলার হেলমেটে। এ বার এনগিডিও চোটের জন্য খেলতে পারবেন না। চলতি বিশ্বকাপে খারাপ সময় আর কাটছে না দক্ষিণ আফ্রিকার।