ICC World Cup 2019

দেখে নিন বিশ্বকাপে ভারত-বাংলাদেশ দ্বৈরথের কিছু মুহূর্ত

অতীতে বিশ্বকাপে ভারত-বাংলাদেশ দ্বৈরথের কিছু মুহূর্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ১১:৩৯
Share:

ভারত বনাম বাংলাদেশের বিশ্বকাপের কিছু মুহূর্ত।

ইদানীং ভারত বাংলাদেশ ম্যাচের জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। ভারত পাকিস্তান ম্যাচের মতোই এই ম্যাচেরও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বিশ্বকাপে প্রথম দেখা হয় ২০০৭ সালে। প্রথমে ব্যাট করে ১৯১ রানে অল আউট হয়ে যায় ভারত এবং বাংলাদেশ সহজেই ৫ উইকেটে এই ম্যাচ জিতে যায় ও ভারতকে ছিটকে দেয় বিশ্বকাপ থেকে। এরপর আবার ২০১১ সালের বিশ্বকাপে দেখা হয় দুই প্রতিবেশী দেশের। সহবাগের ১৭৫ রানের ওপর ভর করে ৩৭০ রান করে ভারত। বাংলাদেশ এই ম্যাচ হেরে যায় ৮৭ রানে। ২০১৫ সালের বিশ্বকাপে ফের মুখোমুখি হয় দুই দেশ। রোহিত শর্মার ১৩৭ রানের সুবাদে ৩০২ রান করে ভারত। বাংলাদেশ মাত্র ১৯৩ রানে অলআউট হয়ে যায়। বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচ বর্তমানে জনপ্রিয়তার দিক দিয়ে কোনও অংশে কম নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement