বিরল রেকর্ডের অধিকারী হলেন শাকিব। ছবি: এএফপি।
মরণবাঁচন ম্যাচে ভারতের কাছে ২৯ রানে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টের শুরু থেকেই ফুল ফোটাচ্ছেন শাকিব আল হাসান। ভারতের বিরুদ্ধে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন বাংলাদেশের অলরাউন্ডার। প্রথম ক্রিকেটার হিসেবে একটি বিশ্বকাপে ৫০০ রান এবং ১০টি উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁর দখলে। বিশ্বের এক নম্বর অল রাউন্ডার ব্যাটে তুলেছেন ৫৪২ রান। বল হাতে তুলে নিয়েছেন ১১টি উইকেট। এই মুহূর্তে চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন।
আরও পড়ুন: হারা ম্যাচ প্রায় জিতিয়ে দেওয়া তরুণ সইফুদ্দিনের লড়াই দেখে মুগ্ধ ক্রিকেটবিশ্ব