ICC World Cup 2019

প্রথম ম্যাচ হারলেও সরফরাজের চিন্তা কমাচ্ছেন তারকা পেসার

এই লজ্জাজনক হারের মধ্যেও পাক শিবিরে আশার আলো ছড়িয়েছেন মহম্মদ আমির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ১৬:০১
Share:

সরফরাজের চিন্তা কমিয়েছেন তারকা বোলার। ছবি: এএফপি।

মহম্মদ আমিরের প্রত্যাবর্তন থেকে সান্ত্বনা খুঁজছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। আগামী ম্যাচগুলোয় আমিরের পেস বোলিং কাজে আসবে বলেই মনে করছেন তিনি। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে পাকিস্তান। সেই ম্যাচে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপে ধস নামাতে সরফরাজের হাতের তাস আমিরই।

Advertisement

প্রথম ম্যাচে ক্যারিবিয়ান বোলিংয়ের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। মাত্র ১০৫ রানেই শেষ হয়ে যায় ১৯৯২ সালের বিশ্বজয়ীরা। এই হারের কারণ কী? সরফরাজ বলেন, “আমি প্রথম থেকেই বলে আসছি শুরুটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শুরুতেই আমরা একের পর এক উইকেট খুইয়ে কার্যত ম্যাচ থেকেই হারিয়ে যাই।’’

এই ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে পাক অধিনায়ক বলেন, “আমরা জানতাম খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। বাউন্সারের দাপটে আমরা পর পর উইকেট হারাই।’’ ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ মুস্তাক আহমেদে ক্যারিবিয়ান বোলারদের ট্রেন্ট ব্রিজের প্রাণবন্ত পিচে শর্ট বল করার পরামর্শ দিয়েছিলেন। সেই স্ট্র্যাটেজি কাজে লেগে যায়।

Advertisement

আরও খবর: ইনজির দাবি ওড়ালেন রায়না, ভারত-পাক ম্যাচের আগেই শুরু কথার লড়াই

আরও খবর: পর পর ম্যাচ জিতে ফুটছে বাংলাদেশ, প্রতিপক্ষ প্রথম ম্যাচ হারা দক্ষিণ আফ্রিকা

এই লজ্জাজনক হারের মধ্যেও পাক শিবিরে আশার আলো ছড়িয়েছেন মহম্মদ আমির। তিন জন ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। অথচ তাঁকে বাদ দিয়েই পাকিস্তান প্রাথমিক দল তৈরি করেছিল। পাক বাঁ হাতি পেসার সম্পর্কে সরফরাজ বলেন, ‘‘আমিরের পারফরম্যান্সে আমরা খুশি। আমরা জানি, আমির কী করতে পারে। পরের ম্যাচগুলোয় আমির আরও ভাল করবে বলেই আশা রাখি।’’ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভুল যেন ইল্যান্ডের বিরুদ্ধে না হয়, সে দিকেই নজর সরফরাজদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement