প্রায় দেড় মাস ধরে চলা ক্রিকেট বিশ্বকাপ পৌঁছেছে প্রায় শেষ লগ্নে। বিধ্বংসী ব্যাটিং থেকে ভয়ঙ্কর বোলিং— চলতি টুর্নামেন্ট বিশ্বের তাবড় ক্রিকেটারদের কিছু অনবদ্য রেকর্ড তুলে ধরলাম আমরা। দেখে নেওয়া যাক ১০ দল, ৪৫ ম্যাচ: গ্রুপ লিগে ব্যাটে-বলে নজর কাড়লেন যাঁরা।
সব চেয়ে বেশি রান: রোহিত শর্মা- স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ওপেনার। এক বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড করেছেন। আট ম্যাচে আট ইনিংসে এখনও পর্যন্ত রান ৬৪৭। শেষ চারে এ বার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বিশ্বকাপে সর্বাধিক রানের সচিনের রেকর্ড থেকে মাত্র ২৬ রান দূরে রয়েছেন ভারতের এই 'হিটম্যান'।
সর্বোচ্চ স্কোর: ডেভিড ওয়ার্নার- বল বিকৃতি কাণ্ডে এক বছর নির্বাসন শেষ করে বিধ্বংসী মেজাজে ফিরেছেন। বাংলাদেশর বিরুদ্ধে গ্রুপ লিগে তাঁর ১৬৬ রানই এখনও পর্যন্ত এই বিশ্বকাপে একক সর্বোচ্চ স্কোর।
সেরা ব্যাটিং: কেন উইলিয়ামসন- মাঠে যতটা শান্ত, নিউজিল্যান্ডে অধিনায়কের ব্যাটের শাসন তেমনই নির্মম। গ্রুপ লিগে ৮ ম্যাচে ৭ ইনিংসে ব্যাটিং গড় ৯৬.২০। সেঞ্চুরি ২টি। শেষ চারে এ বার কঠিন পরীক্ষা ভারতের বিরুদ্ধে।
সব চেয়ে বেশি শিকার: মিচেল স্টার্ক- গ্রুপ লিগের ৯ ম্যাচে ২৬ উইকেট নিয়ে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁ-হাতি পেসার। রান খরচ করেছেন ৪৩২। সুইং এবং পেসে ভয়ঙ্কর মেজাজে তিনি।
ইনিংসে সেরা বোলিং শাহিন শাহ আফ্রিদি- ১৯ বছরের বাঁ-হাতি পেসারকে পাকিস্তানের ভবিষ্যতের তারকা বলেছেন ওয়াসিম আক্রম। গ্রুপ লিগে বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা ৬-৩৫ এখনও পর্যন্ত সেরা।
জয়ের হারে সেরা: ভারত- আগ্রাসী অধিনায়ক বিরাট কোহালির হাত ধরে গ্রুপ লিগে দুরন্ত ক্রিকেট খেলেছে দল। জয়ের শতাংশ ৮৫.৭১৪। ইংল্যান্ড ম্যাচে হার বাদ দিলে ভারতীয় দল সব চেয়ে বিপদজনক।