হাফিজের ফুলটস বল নিয়ে আইসিসির ব্যঙ্গ। ছবি- ভিডিয়ো থেকে প্রাপ্ত
মহম্মদ হাফিজের অদ্ভুত ফুলটস বল নিয়ে ব্যঙ্গ করতে ছাড়ল না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। দেশের ক্রিকেটভক্তদের মন মেজাজ ভাল না। এরকম পরিস্থিতিতে আইসিসিও পাকিস্তানকে নিয়ে মজা করল।
প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ৩১৫ রান। বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারে মহম্মদ হাফিজের একটি ডেলিভারি হাত ফস্কে ফুলটস হয়ে যায়। সৌম্য সরকার সেই বলটি বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। কিন্তু তারপরেই এই বলটি নিয়ে টুইটারে মজা করা শুরু হয়ে যায়। আইসিসি-ও এই মজায় মেতে ওঠে। একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করা হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে।
বিশ্বকাপে একেবারেই ভাল পারফরম্যান্স করেননি মহম্মদ হাফিজ। পাকিস্তানের সমর্থকরা অবশ্য একে মজা না বলে আইসিসির অপেশাদার মনোভাব বলছেন।
আরও পড়ুন: সামনে শ্রীলঙ্কা, একাধিক রেকর্ডের সামনে রোহিত-কোহালি
আরও পড়ুন: ধোনির অবসরের জল্পনা উস্কে টুইটারে ভিডিয়ো প্রকাশ আইসিসির