শাদাব খান ও হাসান আলির মুখে চওড়া হাসি। ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে পাকিস্তান। ছবি: রয়টার্স।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান করল ৩৪৮ রান। অথচ একজন ব্যাটসম্যানও শতরান পাননি। এই কারণেই বোধ হয় পাকিস্তানকে বলা হয় আনপ্রেডিক্টেবল দল। কখন যে কী করে ফেলবে, তা কেউ জানেন না!
বিশ্বকাপের আগে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজের একাধিক ম্যাচে তিনশোর বেশি রান করেও জিততে পারেনি পাকিস্তান।
আজ, সোমবার কী হবে? পাকিস্তানের করা ৩৪৮ রান কি সহজেই টপকে যাবে ইংল্যান্ড? এরকমই সব প্রশ্ন উড়ছে ক্রিকেটমহলে। অবশ্য সরফরাজ আহমেদের আশা বাড়াচ্ছেন বাঁ হাতি পেসার মহম্মদ আমির। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পাক দলে ছিলেন না আমির। বোলিং শক্তি বাড়ানোর জন্য বিশ্বকাপের দলে ফেরানো হয় বাঁ হাতি পেসারকে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে আমিরই তিন-তিনটি উইকেট নেন।
আরও পড়ুন: নেটে বিধ্বংসী ধোনি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কি এই মেজাজেই দেখা যাবে? দেখুন ভিডিয়ো
এ দিন টস জিতে ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান গত ম্যাচের ছায়া থেকে বেরিয়ে আসে। টপ অর্ডারের প্রায় সবাই রান পান। মহম্মদ হাফিজ সর্বোচ্চ ৮৪ রান করেন। শেষ ১০ ওভারে পাকিস্তান তোলে ৯৬ রান। শুরুটাও বেশ ভাল করেন দুই পাক ওপেনার ইমাম উল হক ও ফকর জামান। বাকিরা পাকিস্তানকে নিয়ে যান রানের পাহাড়ে।