Sport News

ম্যাচের পর গ্যালারি পরিষ্কার, প্রশংসায় ভাসছেন পাক ফ্যানেরা

বার্মিংহ্যামে নিউজিল্যান্ড ম্যাচের পর সব পাক ফ্যান তড়িঘড়ি মাঠ ছাড়েননি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ১৮:৫৯
Share:

এজবাস্টন স্টেডিয়ামের স্ট্যান্ড পরিষ্কার করছেন পাক ফ্যানেরা। ছবি: সংগৃহীত।

কখনও জুটেছে সমালোচনা, কখনও বা কুড়িয়েছেন প্রশংসা। চলতি আইসিসি বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্সের মতোই যেন ওঠাপড়া তাঁদের ফ্যানেদেরও। তবে কিউয়িদের বধ করার পরে সরফরাজ আহমেদ-দের সঙ্গে প্রশংসা পাচ্ছেন তাঁদের ফ্যানরাও।

Advertisement

ভারতের বিরুদ্ধে হারের পর সরফরাজদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন পাক-ফ্যানরা। সরফরাজের ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছিলেন তাঁরা। তবে ওই ধরনের কট্টর প্রতিক্রিয়া দেখানোর জন্য সমালোচনা বা ব্যঙ্গের শিকার হয়েছিলেন পাক ফ্যানরাও। তাঁদের অনেকের বিরুদ্ধে শুরু হয়েছিল ট্রোলিং। এক সময় তো মিম-এ ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে প্রোটিয়াদের পর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা নিউজিল্যান্ডকে হারিয়ে ফ্যানেদের মন ফের জয় করে নিয়েছেন পাক ক্রিকেটাররা। এবং সরফরাজদের মতোই এ বার সোশ্যাল মিডিয়ায় তারিফ কুড়োচ্ছেন পাক ফ্যানেরাও। কী কারণে?

বুধবার বার্মিংহ্যামে নিউজিল্যান্ড ম্যাচের পর সব পাক ফ্যান তড়িঘড়ি মাঠ ছাড়েননি। তাঁদের অনেককেই দেখা যায়, এজবাস্টন স্টেডিয়ামের স্ট্যান্ড পরিষ্কার করছেন। চেয়ারের আশপাশে ছড়িয়েছিটিয়ে থাকা জলের বোতল, প্ল্যাকার্ড তুলে তা ভরছেন প্লাস্টিকের ব্যাগে। সেই ভিডিয়োই ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পর থেকে প্রশংসা কুড়োচ্ছেন পাক ফ্যানেরা।

Advertisement

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল খেলবে কোন দুই দল? কী বললেন লক্ষ্মণ

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জন্য গলা ফাটাবে পাকিস্তান

আরও পড়ুন: শামির স্যালুটের জবাব হিন্দিতে দিলেন কটরেল

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement