বিশ্বকাপে ফাইনাল হবে কোন দুই দলের বলে দিলেন এই ভারতীয় অফ স্পিনার। ছবি- ফেসবুক থেকে গৃহীত
আগামী ১৪ জুলাই লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচ হবে— ভবিষ্যদ্বাণী করলেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। এই দুই টিম বিশ্বকাপের ফেভারিট দলের তালিকায় একেবারে প্রথমেই রয়েছে।
এমনকি ১৬ জুন ভারত বনাম পাকিস্তানের ম্যাচেও যে ভারত ফেভারিট, সেটাও জানিয়ে দিলেন এই ভারতীয় তারকা। অশ্বিনের দাবি, ভারত যথেষ্ট ব্যাল্যান্সড দল, যাদের দুই ওপেনার হিসেবে রয়েছেন রোহিত এবং শিখরের মতো ব্যাটসম্যান। এ ছাড়াও কোহালি, ধোনি, হার্দিক, কেদারের মতো তারকারা রয়েছে এই টিমে। পাশাপাশি বুমরা, শামি, ভুবির মতো বিশ্বমানের ফাস্ট বোলার রয়েছেন, যাঁরা ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানানসই।
অন্য দিকে ইংল্যান্ডের দলেও তারকার ছড়াছড়ি। বাটলার, স্টোকস, মরগ্যান, বেয়ারস্টোর মতো ব্যাটসম্যান রয়েছেন, যাঁরা যে কোনও মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন। জোফ্রা আর্চার, মইন আলির মতো অলরাউন্ডার আছেন যে দলে, তাঁরা নিঃসন্দেহে ফেভারিটের তালিকায় থাকবে।
ফর্মের ভিত্তিতেই তাই দুই টিমকেই ফাইনালে দেখছেন এই ভারতীয় অফস্পিনার।