ICC World Cup 2019

বৃষ্টিতে ওভার কমে গেলে ভারতের পরিবর্তিত টার্গেট কত হতে পারে

নিউজিল্যান্ডের রান ২১১তেই আটকে থাকলে এবং তারপর ওভার কমে খেলা শুরু হলে ভারতের ক্ষেত্রে পরিবর্তিত টার্গেট কী দাঁড়াতে পারে দেখে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ১০:৪৯
Share:
০১ ০৮

মঙ্গলবার বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির জন্য ৪৬.১ ওভারে যখন খেলা বন্ধ হয়ে যায়, নিউজিল্যান্ডের স্কোর ছিল ২১১/৫। এই অবস্থায় ম্যাচ বন্ধ হয়ে গেলে অর্থাত্ নিউজিল্যান্ডের রান ২১১তেই আটকে থাকলে এবং তারপর ওভার কমে খেলা শুরু হলে ভারতের ক্ষেত্রে পরিবর্তিত টার্গেট কী দাঁড়াতে পারে দেখে নেওয়া যাক।

০২ ০৮

যদি ২০ ওভার ব্যাট করতে হয় ভারতকে, তা হলে ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতের টার্গেট দাঁড়াতে পারে ১৪৮। বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রে চাপে পড়ে জেতে পারে ভারত।

Advertisement
০৩ ০৮

ভারতকে যদি ২৫ ওভার ব্যাট করতে হয়, তা হলে টার্গেট দাঁড়াবে ১৭২। পরিস্থিতির বিচারে এটিও বেশ কঠিন টার্গেট বলে মনে করা হচ্ছে।

০৪ ০৮

ভারতকে যদি ৩০ ওভার ব্যাট করতে হয়, তা হলে টার্গেট দাঁড়াবে ১৯২। অর্থাত্ ওভার পিছু ছয় রানের কিছু বেশি। লকি-বোল্টদের সামনে যা তুলতে বেগ পেতে হতে পারে রোহিতদের।

০৫ ০৮

ভারতকে যদি ৩৫ ওভার ব্যাট করতে হয় তা হলে টার্গেট দাঁড়াবে ২০৯।

০৬ ০৮

যদি ৪০ ওভার ব্যাট করতে হয়, তা হলে ভারতের টার্গেট দাঁড়াবে ২২৩। অর্থাত্ খেলা যত বেশি ক্ষণ হবে, ভারতের পক্ষে ততই সুবিধা হবে।

০৭ ০৮

ভারতের কাছে যদি ৪৬ ওভার ব্যাট করার সুযোগ আসে, তা হলে টার্গেট দাঁড়াবে ২৩৭। এটি কিছুটা হলেও সহজ ভারতের কাছে।

০৮ ০৮

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে অবশ্য অ্যাডভান্টেজ ভারত। গ্রুপ লিগে পয়েন্ট বেশি থাকার দরুন ফাইনালে চলে যাবে ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement