চলতি বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড। দুরন্ত ফর্মে থাকা ভারত ম্যাচ জেতার জন্য মুখিয়ে আছে। অন্যদিকে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে, জিততে হবে মর্গ্যানদেরও। বার্মিংহ্যামের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ভারতীয় দলে এসেছে একটি পরিবর্তন। দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ।
রোহিত শর্মা- ভারতীয় ওপেনিংয়ের চেনা মুখ রোহিত চলতি বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন। আগের ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিতর্কিত আউট ঘিরে সমালোচনার ঝড় ওঠে। ৩৩৮ রান করে ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থাকা রোহিত ব্রিটিশদের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার জন্যে মুখিয়ে আছেন।
লোকেশ রাহুল- শিখর ধওয়ন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই ভারতের ওপেনার হিসাবে নামছেন রাহুল। চলতি বিশ্বকাপে ওপেনার রাহুল ভরসা দিলেও বড় রান করতে পারছেন না। আজকের ম্যাচে তাঁর ব্যাট ঝলসে উঠবে, আশায় ভক্তরা।
বিরাট কোহালি- ভারতের মিডল অর্ডারের মূল স্তম্ভ। এই টুর্নামেন্টের শুরু থেকেই ভাল ফর্মে আছেন। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ভারতের এই রান মেশিন। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর চওড়া ব্যাটেই ভরসা রাখছে ভারতীয় শিবির।
ঋষভ পন্থ- চলতি বিশ্বকাপের দলে থাকলেও, প্রথম একাদশে এখনও স্থান পাননি পন্থ। তবে আজ অভিষেক হচ্ছে তাঁর। ভারতের চার নম্বর ব্যাটসম্যানের ঘাটতি পূরণ করতে পারেন কি না সেটাই এখন দেখার।
মহেন্দ্র সিংহ ধোনি- ভারতের হয়ে তিনি মাঠে নামলে ম্যাচ জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তীক্ষ্ণ গেমপ্ল্যানে বিপক্ষকে ঘায়েল করতে পারেন। তবে বিশ্বকাপে তাঁর মন্থর ব্যাটিংয়ের জন্য বার বার সমালোচনার মুখে পড়েছেন এমএসডি। ব্রিটিশদের বিরুদ্ধে আজকে মাহি ম্যাজিকের আশায় ভারতীয় শিবির।
কেদার যাদব- ব্যাট হাতে তেমন সফল হতে পারছেন না। তবে মাঝের ওভারে দলের হয়ে ইনিংস ধরে রাখতে পারেন কেদার। আদিল রশিদ, মইন আলিদের সামনে কেমন ব্যাট করেন তিনি, সেদিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
হার্দিক পাণ্ড্য- এই মুহূর্তে ভারতের সেরা অল রাউন্ডার। স্লগ ওভারে তাঁর মারকুটে ব্যাটিং ভয় ধরাতে পারে বিশ্বের সেরা বোলারদেরও। আবার মোক্ষম সময়ে উইকেট নিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন হার্দিক।
মহম্মদ শামি- আফগানদের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে চমকে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে। এছাড়াও বিষাক্ত সুইং আর ঘাতক বাউন্সার দিয়ে ধ্বংস করে দিতে পারেন ব্রিটিশ ব্যাটিং লাইনআপ।
যুজবেন্দ্র চহাল- ভারতের স্পিন অস্ত্রের অন্যতম শক্তি। কুল-চা জুটিরমধ্যে অন্যতম চহাল বিপক্ষকে স্পিনের ফাঁদে আটকে দিতে পারেন।
কুলদীপ যাদব- বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নেওয়া কুল-চা জুটির অন্যতম কুলদীপ স্পিনের ঘূর্ণিতে শেষ করে দিতে পারেন বিপক্ষকে। ব্রিটিশদের বিরুদ্ধে, বিশেষ করে মইন আলির বিরুদ্ধে কেমন বল করেন এই বাঁ-হাতি চায়নাম্যান, দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
যশপ্রীত বুমরা- চলতি বিশ্বকাপে অসাধারণ বোলিং করে চলেছেন। ভারত কম রান করে ম্যাচ জেতানোর ক্ষেত্রেও মুখ্য ভুমিকায় থাকে বুমরার কৃপণ বোলিং। ডেথ ওভারে একের পর এক ইয়র্কার করে বিপক্ষের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দিতে পারেন।