ICC World Cup 2019

২০০৭: বিশ্বকাপের মধ্যেই বব উলমারের রহস্যজনক মৃত্যু, অস্ট্রেলিয়ার রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডের পর অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন রিকি পন্টিং আধিনায়ক হিসেবে পর পর দু’বার বিশ্বকাপ জেতেন (২০০৩ এবং ২০০৭)।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৯ ১৭:২২
Share:
০১ ০৮

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডের পর অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন রিকি পন্টিং আধিনায়ক হিসেবে পর পর দু’বার বিশ্বকাপ জেতেন (২০০৩ এবং ২০০৭)।

০২ ০৮

বিশ্বকাপ ক্রিকেটে বারমুডার বিরুদ্ধে একটি ম্যাচে নিজেদের সর্বাধিক রান (৪১৩/৬) করার রেকর্ড গড়ে ভারত।

Advertisement
০৩ ০৮

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা একটি বিশ্বকাপে সর্বাধিক উইকেট (২৭) নেওয়ার রেকর্ড গড়েন।

০৪ ০৮

পাকিস্তানের কোচ বব উলমার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরের দিনই হোটেলের ঘরে রহস্যজনক ভাবে মারা যান।

০৫ ০৮

রাতে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলার জন্য ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়।

০৬ ০৮

দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ৬ বলে ৬টি ছক্কা মারেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

০৭ ০৮

প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া পর পর ৩ বার বিশ্বকাপ জেতে।

০৮ ০৮

শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা পর পর ৪ বলে উইকেট নিয়ে বিশ্বকাপে রেকর্ড গড়েন। ফাইনালে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তোলে ৪ উইকেটে ২৮১ রান। শ্রীলঙ্কার ইনিংসের সময়ে বৃষ্টি নামে। শ্রীলঙ্কার সামনে নতুন করে লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ২৬৯ রান। ৩৩ ওভারে আলো কমে যাওয়ায় দুই আম্পায়ার খেলা বন্ধের ঘোষণা করেন। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তখন ৩৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। নূন্যতম ২০ ওভার হয়ে যাওয়ায় পন্টিংরা ধরে নেন চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন। স্কোরবোর্ডে অভিনন্দনও জানানো হয় অস্ট্রেলিয়াকে। কিন্তু দুই আম্পায়ার জানান, ম্যাচ শেষ হয়নি। খেলতে হবে আরও তিন ওভার। প্রায় অন্ধকারের মধ্যেই হয় শেষ তিনটি ওভার। প্রয়োজন ছিল ৬৩ রান। শ্রীলঙ্কা করে কেবল ৯ রান। ৮ উইকেটে ২১৫ রানে থামে জয়বর্ধনের দল। অস্ট্রেলিয়া ফাইনাল জেতে ৫৩ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement